Tuesday, February 27, 2018
যে ভাষায় মাত্র তিনজন কথা বলেন || BBC News
যে ভাষায় মাত্র তিনজন কথা বলেন || BBC News
পাকিস্তানের উত্তরাঞ্চলের পাহাড়ি উপত্যকায় একসময় বাদেশি ভাষার ব্যাপক প্রচলন ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এই ভাষা এখন বিলুপ্তপ্রায়। বর্তমানে মাত্র তিন ব্যক্তি এই ভাষায় কথা বলেন বলে জানিয়েছে ইথনোলগ নামে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রকাশনা সংস্থা।
সংস্থাটির কাজ হলো- ভাষার তালিকা ও শব্দভাণ্ডার সংগ্রহ করা। ইথনোলগ জানিয়েছে, তিন ব্যক্তি ছাড়া এই ভাষায় কথা বলার মতো আর কাউকে খুঁজে পাওয়া যায়নি। তাদের মতে একসময় ঐ পাহাড়ি উপত্যকায় সকলেই এই ভাষায় কথা বলতেন। কিন্তু এখন সেই ভাষাতে মাত্র তিন ব্যক্তি কথা বলেন। তাদের মৃত্যুর সঙ্গে-সঙ্গে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে বাদেশি ভাষা।
এ ব্যাপারে তাদের একজন রহিম গুল বলেন, 'এক প্রজন্ম আগে বাদেশি ভাষায় পুরো উপত্যকার মানুষ কথা বলতেন। এখন পুরো অঞ্চলে এই ভাষায় কথা বলার মতো লোক খুঁজে পাওয়া যায় না।' তিনি বলেন, 'আমরা অন্যগ্রাম থেকে মেয়েদের বিয়ে করে নিয়ে আসতাম। তাদের ভাষা টারওয়ালি। তাদের শিশুরা মায়ের ভাষায় কথা বলা শুরু করে। এতে আমাদের ভাষা হারিয়ে যেতে শুরু করে। এখন পুরো উপত্যকায় টারওয়ালি ভাষার আধিপত্য।'
রহিম গুলের চাচাতো ভাই সাঈদ গুল বলেন, 'এখন আমাদের সন্তানরা টারওয়ালি ভাষায় কথা বলেন। কাজেই আমার ভাষায় আমি কার সঙ্গে কথা বলব? আশপাশে এমন কেউ নেই, যার সঙ্গে এই ভাষাতে কথা বলা যায়।'
ইথনোলগ বলছে, অঞ্চলটিতে এখন আর বাদেশি ভাষা ব্যবহারের কোনো সুযোগ নেই। এমনকি ওই তিন ব্যক্তিও ভাষাটি ভুলে যেতে শুরু করেছেন।
Subscribe to:
Post Comments (Atom)
বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018
বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018 বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018 সময়টা ১৯৭৫। মানুষটার নাম খ...
-
সৌদি তরুণদের বিপজ্জনক শখ || News India সৌদি তরুণদের বিপজ্জনক শখ || News India খেলার নাম 'সাইডওয়াল স্কিয়িং'। যা বিপজ্জনক শখও বটে। এ...
-
বোনের নীরাবতায় শ্রীদেবীর মৃত্যু রহস্যে নতুন মোড় || BBC News বোনের নীরাবতায় শ্রীদেবীর মৃত্যু রহস্যে নতুন মোড় || BBC News শ্রীদেবীর মৃত্...
No comments:
Post a Comment