Showing posts with label online news. hot news. Show all posts
Showing posts with label online news. hot news. Show all posts
Sunday, March 25, 2018
অপহরণ করে এক পুরুষকে লাগাতার ধর্ষণ তিন নারীর || News 24
অপহরণ করে এক পুরুষকে লাগাতার ধর্ষণ তিন নারীর || News 24
অপহরণ করে এক পুরুষকে লাগাতার ধর্ষণ তিন নারীর || News 24
দক্ষিণ আফ্রিকার ৩৩ বছরের এক পুরুষকে প্রথম অপহরণ করে, তারপর তাকে ধর্ষণ করল তিন নারী। ডেইলি মেইলে প্রকাশিত এই খবরে দাবি করা হয়েছে, মাথায় বন্দুক ঠেকিয়ে ওই ব্যক্তিকে ধর্ষণ করা হয়। তাকে কালো এসইউভি গাড়িতে তুলে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।
অভিযোগ, এক নারী গাড়ি থেকে মাথা বের করে ওই ব্যক্তিকে পথ নির্দেশনা চান! ওই ব্যক্তি যখন সাহায্য করছিলেন, সেই সময় বাকি দুই নারী তাকে গাড়িতে তুলে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ওই ব্যক্তিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত তিন নারী।
ডেইলি মেইলের দাবি, ওই ব্যক্তির বীর্য একটি কুলারের মধ্যে ভরে রাখে অভিযুক্তরা। পরে তাকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। পুলিশ ধর্ষণের মামলা দায়ের করেছে। শুরু হয়েছে তদন্ত। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
স্বল্প বসনায় ইন্সটাগ্রামে উষ্ণতা ছড়াচ্ছে পাকিস্তানি মডেল || News Media
স্বল্প বসনায় ইন্সটাগ্রামে উষ্ণতা ছড়াচ্ছে পাকিস্তানি মডেল || News Media
স্বল্প বসনায় ইন্সটাগ্রামে উষ্ণতা ছড়াচ্ছে পাকিস্তানি মডেল || News Media
গত বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন পাকিস্তানের মডেল দিয়া আলি। তারপর থেকেই বেশ পরিচিত মুখ তিনি। ইন্সটাগ্রাম রীতিমত কাঁপিয়ে ছবি দেন দিয়া। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় তিনি।
শুধু মিস ওয়ার্ল্ড নয়, মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনালে ‘মিস পারপেচুয়াল’ তকমা পান তিনি। ফিলিপিন্সে ২০১৬ সালে হয় এই প্রতিযোগিতা। তবে তার সাম্প্রতিক কিছু 'বিকিনি' পরিহিত ছবি ভাইরাল হয়েছে।
পাকিস্তানি এই মডেলের বাসস্থান লাহোর। আগামিদিনে আরও বেশি সাফল্য পেতে কঠোর পরিশ্রম করছেন তিনি। পাকিস্তানি হলেও তার জন্ম লন্ডনে। ফিনান্সে এমবিএ করার পর মডেলিংয়ে নিজের ক্যারিয়ার গড়তে শুরু করেন তিনি।
এবছর মিস ইকো ইন্টারন্যাশনালেও পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন তিনি। এপ্রিলে মিশরে অনুষ্ঠিত হবে সেই প্রতিযোগিতা। পাকিস্তানে তিনি একদিন মিস ওয়ার্ল্ড খেতাব নিয়ে যাবেন, এটাই তার স্বপ্ন।
দুঃখ নিয়ে মারা গিয়েছেন, চাঞ্চল্যকর তথ্য দিলেন শ্রীদেবীর মামা || Media News
দুঃখ নিয়ে মারা গিয়েছেন, চাঞ্চল্যকর তথ্য দিলেন শ্রীদেবীর মামা || Media News
দুঃখ নিয়ে মারা গিয়েছেন, চাঞ্চল্যকর তথ্য দিলেন শ্রীদেবীর মামা || Media News
বলিউডের সদ্য প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তার মামা বেণুগোপাল রেড্ডি। সম্প্রতি আইড্রিম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা শুনেছিলাম কয়েকটা ছবিতে বনি কাপুরের বিপুল আর্থিক ক্ষতি হয়েছিল। সেটা পূরণ করতে তিনি শ্রীদেবীর সম্পত্তি বিক্রি করে দিয়েছিলেন। এই দুঃখটা ওর ছিলই। ও কিন্তু শান্তিতে ছিল না। তবুও ও সব সময় হাসিমুখেই থাকত। সেই দুঃখটা নিয়েই চলে গেল।
বেণুগোপাল আরও বলেছেন, বনি একটি ছবি প্রযোজনা করেন, যেটি মুক্তি পায়নি। তখন থেকেই তাদের আর্থিক সমস্যা শুরু হয়। স্বামীর ধার মেটাতে নিজের সম্পত্তি বিক্রি করে দেন শ্রীদেবী। বেণুর দাবি, মূলত এই আর্থিক সমস্যার কারণেই ফের অভিনয় শুরু করেন শ্রী।
বেণুগোপালের এই বিস্ফোরক সাক্ষাৎকারের পর বিভিন্ন প্রশ্ন উঠছে। সত্যিই কি ‘ইংলিশ ভিংলিশ’-এ শ্রীদেবীর কামব্যাক ছিল আর্থিক সমস্যা মেটাতে? নাকি অভিনয়ের খিদে থেকেই তিনি বেছে নিয়েছিলেন ক্যারিয়ারের সেকেন্ড ইনিংস? এ নিয়ে শ্রীদেবীর পরিবারের কেউ এখনও পর্যন্ত কেউ মুখ খোলেননি। তবে শ্রীদেবীর মৃত্যুর পর প্রকাশ্যে আসা এ সব তথ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলিউডে।
আকাশে বিরল মেঘের দৃশ্য নিয়ে হইচই সোশ্যাল মিডিয়ায় || BD News
আকাশে বিরল মেঘের দৃশ্য নিয়ে হইচই সোশ্যাল মিডিয়ায় || BD News
আকাশে বিরল মেঘের দৃশ্য নিয়ে হইচই সোশ্যাল মিডিয়ায় || BD News
আকাশে অবিকল ঘোড়ার ক্ষুরের আকৃতির মেঘ। এমন আশ্চর্য আকৃতির মেঘ দেখে যে কেউই অবাক হয়ে যাবেন। অনেকে ভাবতে পারেন ফোটোশপে করা কোনও কারসাজিতেই হয়তো বানানো হয়েছে এই ‘নকল’ মেঘ। কিন্তু ঘটনা হল, তেমনটা মোটেই নয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্য নেভাডার আকাশে সত্যিই দেখা মিলেছে এমন মেঘের। তবে নিঃসন্দেহে এই ধরনের আকৃতির মেঘ অত্যন্ত বিরল। জানা যাচ্ছে, ‘দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস ইন এলকো’র তরফ থেকে টুইট করা হয় এই মেঘের ছবি। ছবিটি তুলেছেন জনৈক ক্রিস্টি গ্রিমস।
স্বাভাবিক ভাবেই এমন একটা ছবি দেখে কল্পনাবিলাসী মানুষরা বলতে শুরু করেছেন এ নিশ্চয়ই ভিনগ্রহীদের কারসাজি। হয়তো এটা তাদেরই মহাকাশযান বা ইউফো। যদিও সেই সংস্থার পক্ষে স্পষ্ট জানানো হয়েছে, এমন মেঘ কী করে সৃষ্টি হয়। তারা জানাচ্ছে, আসলে হাওয়ার ওলট পালটই এর জন্য দায়ী। বাতাসের ঘূর্ণির ফলেই এমন অশ্বক্ষুরাকৃতি মেঘের দেখা মেলে আকাশে।
তবে নেভাডার আকাশে এমন মেঘ দেখে সেখানকার অনেকে আবার একে সৌভাগ্যের প্রতীক বলে ভাবছে। তাদের ধারণা, যারা ওই মাটি থেকে ওই আশ্চর্য মেঘকে প্রত্যক্ষ করেছে, তারা বিশেষ সৌভাগ্যের অধিকারী হবে।
বোনের নীরাবতায় শ্রীদেবীর মৃত্যু রহস্যে নতুন মোড় || BBC News
বোনের নীরাবতায় শ্রীদেবীর মৃত্যু রহস্যে নতুন মোড় || BBC News
বোনের নীরাবতায় শ্রীদেবীর মৃত্যু রহস্যে নতুন মোড় || BBC News
শ্রীদেবীর মৃত্যু রহস্যে নতুন মোড়। শ্রীদেবীর মৃত্যু নিয়ে নানান প্রশ্ন উঠে এলেও অদ্ভুতভাবে শ্রীদেবীর বোনসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের নীরাবতা। এবার সেই প্রশ্নই নতুন করে ফের উঠে আসছে।
সূত্রের খবর, শ্রীদেবীর মৃত্যুর আগে, এমনকি বনি কাপুরও হোটেলে পৌঁছানোর আগে অভিনেত্রীর সঙ্গে দেখা করেছিলেন তার একমাত্র বোন শ্রীলেথা। তবে শ্রীদেবীর মৃত্যুর পর থেকে একটি বারের জন্যও দেখা মেলেনি তার। অদ্ভুতভাবে তিনি অভিনেত্রীর মৃত্যুর পর থেকে অদৃশ্য রয়েছেন।
জানা গেছে, শ্রীদেবীর মৃত্যু নিয়ে শ্রীলেথাকে কাপুর পরিবারের পক্ষ থেকেই চুপ থাকতে বলা হয়েছে। এমনকি তার নামে নাকি অভিনেত্রীর চেন্নাইয়ের বাংলোটি লিখে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন বনি কাপুর।
এদিকে জানা যায়, এককালে শ্রীদেবীর সঙ্গে শ্রীলথার সম্পর্ক ভীষণই ঘনিষ্ঠ ছিল। তবে ৯ এর দশকে সিনেমা জগতে ক্যারিয়ার শুরুর পর বোনের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সম্পর্ক তিক্ত হয় শ্রীর। পরবর্তীকালে ২০১৩ সালে ফের জোড়া লাগে দুই বোন শ্রীদেবী-শ্রীলেথার সম্পর্ক।
অন্যদিকে রবিবারই চেন্নাইতে বনি কাপুরের তরফে শ্রীদেবীর উদ্দেশ্যে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন শুধুমাত্র শ্রীদেবীর ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু-বান্ধবরা। তবে সেখানে অভিনেত্রীর বোন শ্রীলেথা থাকবেন কিনা জানা নেই।
দেহ দাহ করার পরে জীবিত অবস্থায় বাড়িতে হাজির মৃত ব্যক্তি || BBC News
দেহ দাহ করার পরে জীবিত অবস্থায় বাড়িতে হাজির মৃত ব্যক্তি || BBC News
দেহ দাহ করার পরে জীবিত অবস্থায় বাড়িতে হাজির মৃত ব্যক্তি || BBC News
মৃতদেহ শনাক্ত করে সেই দেহ দাহ করার পরে মৃত ব্যক্তি জীবিত অবস্থায় বাড়িতে হাজির হলেন। আর তাই দেখে বাড়ির সদস্য থেকে শুরু করে পুলিশ পর্যন্ত সবার চক্ষু চড়কগাছ। আর এই অবাক করা ঘটনাটি ঘটেছে পশ্চিমবং রাজ্যের জলপাইগুড়ির মাল ব্লকের ক্রান্তিতে। ঘটনায় এলাকায় অত্যন্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
শনিবার গলায় ফাঁস লাগানো অবস্থায় মালবাজার মহকুমার ওদলাবাড়ি বাজার থেকে গিরেন রায় (৫৪) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে মালবাজার পুলিশ। মৃতের দুই ছেলে সঞ্জিত রায় (২৭) ও বিশ্বজিৎ রায় (২৪)সহ বাড়ির অন্যান্য সদস্য এসে তার দেহ শনাক্ত করেন।
গিরেন রায়ের বাড়ি ক্রান্তির রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হাসখালি এলাকায়। ছেলেরা জানান, তাদের বাবার গত চার বছর ধরে মানসিক সমস্যা ছিল। কখনও বাড়িতে থাকতেন, কখনও বাইরে চলে যেতেন। গতকালই জলপাইগুড়িতে ময়নাতদন্তের পরে, কাঠাম বাড়ি এলাকায় বাবার মৃতদেহ সৎকার করেন ছেলেরা।
সব ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ শনিবার ক্রান্তি এলাকার মানুষ দেখতে পান গিরেন রায় বাজারে ঘুরে বেড়াচ্ছেন। আর এতেই হতবাক এলাকার মানুষ। যে ব্যক্তিকে শুক্রবার রাতে শ্মশানঘাটে জ্বালিয়ে সৎকার করা হল, সেই ব্যক্তি আবার বাজারে কীভাবে ঘুরে বেড়াচ্ছেন।
প্রথমে এলাকার মানুষ ভয় পেয়ে যান। তার পরে কয়েক জন যুবক তাকে তার বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে আসা মাত্রই ছেলে সঞ্জিত, বিশ্বজিৎ-সহ বাড়ির লোকেরা ঘাবড়ে যান। রবিবার সকাল থেকে গিরেন রায়কে দেখতে ভিড় করেন এলাকার মানুষ। আসে ক্রান্তি ফাঁড়ির পুলিশও।
দুই ছেলে সঞ্জিত ও বিশ্বজিৎ'র বক্তব্য, যিনি জীবিত অবস্থায় বাড়িতে এসেছেন, তিনিই তাঁদের বাবা। আর এই ব্যাপারে কোনও সন্দেহ নেই। তবে সেই দুই ছেলে জানিয়েছেন, যার সৎকার করা হয়েছে তার জন্য তারা তিন দিন নিয়ম অনুয়ায়ী শ্রাদ্ধের কাজ করবেন।
বাজারে এখন বিড়াল মাছ বিক্রেতা || Most Funny News
বাজারে এখন বিড়াল মাছ বিক্রেতা || Most Funny News
বাজারে এখন বিড়াল মাছ বিক্রেতা || Most Funny News
বিড়াল দিচ্ছে মাছের পাহারা! এমন দেখেছেন কখনও? বিড়াল আর মাছের এই বন্ধুত্ব দেখতে পাবেন ভিয়েতনামের হে ফং মাছ বাজারে। এই গম্ভীর বিড়ালই এই বাজারের অন্যতম জনপ্রিয় ফিস ভেন্ডার! গম্ভীর মুখে সদা ব্যস্ত মাছের পাহারায়। দেখতে গম্ভীর হলেও বিষয়টা কিন্তু খুব মিষ্টি। আর তাই এখন হেডলাইনে বিড়াল ‘ডগ’।
আসলে এই বিড়ালটার নামটাই ডগ। বয়স তিন বছর। ভিয়েতনামের মাছ ব্যবসায়ী লি ফঙের কাছেই ছোট থেকে রয়েছে ডগ। লি ফং জানান, কুকুর যেভাবে মুখ হাঁ করে এবং জিভ বার করে শ্বাস-প্রশ্বাস নেয়, এই বিড়ালটিও অনেকটা তেমনই করে। সে কারণেই তার নাম ডগ।
পোশাক এবং হাবেভাবে আগাগোড়া পোক্ত ব্যবসায়ী। ঠিক যেন এক হাত পিছনে রেখে দু’পায়ে সারা মাছ বাজার হেঁটে তদারকি করছে সে। মাঝেমধ্যে মাছ ছাড়াও মাংস এবং সবজি বিক্রি করতেও দেখা যায় তাকে।
পোশাক এবং হাবেভাবে আগাগোড়া পোক্ত ব্যবসায়ী। ঠিক যেন এক হাত পিছনে রেখে দু’পায়ে সারা মাছ বাজার হেঁটে তদারকি করছে সে। মাঝেমধ্যে মাছ ছাড়াও মাংস এবং সবজি বিক্রি করতেও দেখা যায় তাকে।
ডগকে নিয়ে এখন তুমুল ব্যস্ত লি। একদিকে চিত্রগ্রাহকদের হুড়োহুড়ি আর অন্যদিকে বিড়াল মহলে ডগের মহিলা ফ্যান, সামলাতে প্রায় কালঘাম ছুটে যায় তার। হবে নাই বা কেন? চোখে সানগ্লাস, মাথায় টুপি আর পরনে এমন একটা রাজকীয় পোশাক ডগের ‘ব্যক্তিত্ব’ যে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে।
ডগের একটা নিজস্ব ইনস্টাগ্রাম পেজ রয়েছে। যার প্রোফাইল নাম ডগ১৫০১। তাতে গার্লফ্রেন্ডের সঙ্গে ছবিও পোস্ট করে ডগ।
শাকিব খান সর্ম্পকে এ কি বললেন শুভশ্রী || News 24
শাকিব খান সর্ম্পকে এ কি বললেন শুভশ্রী || News 24
শাকিব খান সর্ম্পকে এ কি বললেন শুভশ্রী || News 24
জয়দীপ মুখার্জী পরিচালিত মুক্তির অপেক্ষায় থাকা 'চালবাজ' ছবিতে শাকিব খান সবকিছুর মধ্যেই টাকার ডিল(চুক্তি) করে বলে জানিয়েছেন ছবিটির নায়িকা শুভশ্রী গাঙ্গুলী।
রবিবার শুভশ্রীর একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এবেলা। সেখানে ছবিটির কাহিনী নিয়ে করা প্রশ্নের জবাবে একথা জানান কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী।
শুভশ্রী বলেন, ''খুব মজার একটা গল্প। সেটা ছবির নাম শুনেই বুঝতে পারছেন। ছবির হিরো শাকিব খান পুরো ছবি জুড়ে নানা ‘চালবাজি’ করতে থাকে। এর পেছনে কোনো নোংরা অর্থ নেই। আসলে ও(শাকিব) সবকিছুর মধ্যেই টাকার ডিল করে! মানে ধরুন, আমি বললাম— আমাকে একটা জায়গায় পৌঁছে দিতে পারবেন? উত্তরে সে বলবে, পৌঁছে দিতে পারি, কিন্তু আমাকে এতো টাকা দিতে হবে। আর আমার চরিত্রটা খুব অ্যাম্বিশাস এক মেয়ের। যে বিয়ে করবে না বলে লন্ডনে পালিয়ে যায়। সে চায় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করতে। ছেলেটি ও মেয়েটি একে অপরের সঙ্গে ফেঁসে যায়। সব মিলিয়ে দারুণ একটি ছবি।''
এ সময় শাকিবকে নিয়ে শুভশ্রী বলেন, ''ব্যক্তিগত জীবনে শাকিব অসম্ভব শান্ত। কাজের প্রতি অসম্ভব ডেডিকেটেড। ও এতো কম কথা বলে, আপনি ভাবতেও পারবেন না! আপনি যদি ওর সঙ্গে ১০০টা কথা বলেন, ও উত্তরে হয়তো পাঁচটা কথা বলবে।''
গত ৬ মার্চ পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেছেন শুভশ্রী। এ প্রসঙ্গে নায়িকা বলেন, ''বিয়ে করার ইচ্ছেটা আমার দীর্ঘদিনের। প্ল্যান করে, ক্যারিয়ারে অমুক পর্যায়ে পৌঁছে বিয়ে করবো— এই ব্যাপারগুলো কোনোদিনই আমার মধ্যে ছিলো না। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ যে, জীবনে ওর (রাজ চক্রবর্তী) মতো একজন মানুষকে পেয়েছি।''
আলুর জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যা || News 24
আলুর জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যা || News 24
আলুর জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যা || News 24
গরম গরম আলুভাজা সবার ভীষণ প্রিয়। কিন্তু সেই আলুভাজার জন্যই যে এমন মর্মান্তিক কিছু ঘটে যাবে, তা বোধহয় কেউ দুঃস্বপ্নেও ভাবেনি। আলুভাজার জন্য আত্মঘাতী হল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের।
ডায়মন্ড হারবারের মালঞ্জ গ্রামের বাসিন্দা কিশোরী পল্লবী খামারু। নেতড়া হাইস্কুল থেকে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল সে। এদিন সকালে ঘরের মধ্যে থেকেই পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পল্লবীর পরিবারের সকালের খাবার বলতে ছিল পান্তা আর সঙ্গে গরম গরম আলুভাজা। জানা গেছে, রবিবার সকালে পান্তার সঙ্গে সেই আলুভাজা খাওয়া নিয়ে মায়ের সঙ্গে বচসা হয় পল্লবীর। মেয়েকে বকেন মা। মায়ের বকুনি খেয়ে তারপরই ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় পল্লবী।
পরে ঘর থেকে পল্লবীর গলায় ফাঁস দেওয়া দেহ উদ্ধার করে বাড়ির লোক। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
আরশোলা মারতে গিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যুবক || BD News
আরশোলা মারতে গিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যুবক || BD News
আরশোলা মারতে গিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যুবক || BD News
বাড়িতে এত আরশোলা, যে কিছুতেই পেরে উঠছিলেন না। দিনের পর দিন কীটনাশক স্প্রে করেও কোনও লাভ হয়নি। প্রায় কয়েকশো আরশোলা বাড়ি জুড়ে ঘুরে বেড়াত প্রতিদিন। কী করবেন বুঝে উঠতে না পেরে শেষে একটি উপায় বের করলেন তিনি।
সিদ্ধান্ত নেন পুড়িয়েই আরশোলার বংশ ধংস করবেন তিনি। ভাবামাত্র কাজ। কীটনাশক স্প্রে করে সেটিতে আগুন ধরিয়ে দেন তিনি। আর তখনই ঘটে বিপত্তি। পুরো বাড়িতেই আগুন ধরে যায়। সেই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি।
সৌভাগ্যের বিষয় যখন এই আরশোলা নিধন যজ্ঞ চলছিল তখন বাড়িতে আর কেউ ছিলেন না। ভাগ্য জোরে বেঁচে গিয়েছেন তারা। কীটনাশক স্প্রে করার সময় যে আগুন কাছে রাখতে নেই তা পরিষ্কার লেখা থাকে। সেই সতর্কতা বানী দেখতে বোধ হয় ভুলেই গিয়েছিলেন সেই যুবক। সে কারণেই বিপত্তি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
এবার অন্তরঙ্গ অবস্থায় মিমি || Media News
এবার অন্তরঙ্গ অবস্থায় মিমি || Media News
এবার অন্তরঙ্গ অবস্থায় মিমি || Media News
কয়েকদিন আগেই রাজ-শুভশ্রীর এনগেজমেন্টের খবর ঝড় তুলেছিল। আরও একবার তেমনই ঝড় উঠবে তারা বিয়ের পিঁড়িতে বসলে। তবে তার মাঝে টলিউডের অন্যান্য তারকারাও কিন্তু খবরে। এই যেমন মিমির কথাই ধরুন। টুইটারে এমন এক ছবি পোস্ট করেছেন যে, অন্যান্য সব খবরই সেখানে ম্লান হয়ে যাচ্ছে।
এ কি মিমি? নাকি অন্য কেউ? মিমি যদি হন তাহলে কার সাথে এমন অন্তরঙ্গ অবস্থায়? নাকি কোনও ছবির প্রচারের জন্যই এমন টুইট? একসঙ্গে বহু কিছু মাথায় ঘুরপাক খাচ্ছে? বেশ কিছুক্ষণ এমনই ঘুরপাকের পর উত্তর অবশেষে পাওয়া গেল যখন অভিনেতা যশও একই ছবি টুইট করলেন।
পাওয়া গেল বাকি তথ্য। আসলে, পথিকৃৎ বসুর নতুন ছবি তু হি মেরা হিরো-তে একসঙ্গে দেখা দিতে চলেছেন দুই তারকা। আর তার আগেই বলা যেতে পারে হালকা উসকে দেওয়া হল চাপা আগুনকে। এ তো গেল মিডিয়ার ব্যাখ্যা। তবে সমালোচক মহল কিন্তু অন্য কথাই বলছে। রাজ-শুভশ্রীর পর তাহলে কি এবার এই জুটিও কোনও খবর দিতে চলেছে? এ প্রশ্নটা আপাতত প্রশ্নের পর্যায়েই না হয় থাকুক, কি বলেন!
পুলিশকে নিজের পরিচয় দিলেন ট্রেনে কাটা যাওয়ার পরেও || BBC NEWS BANGLA
পুলিশকে নিজের পরিচয় দিলেন ট্রেনে কাটা যাওয়ার পরেও || BBC NEWS BANGLA
পুলিশকে নিজের পরিচয় দিলেন ট্রেনে কাটা যাওয়ার পরেও || BBC NEWS BANGLA
পুলিশ আসতেই সেই পুলিশের হাত ধরে ফেলল ট্রেনে কাটা লাশ। সোমবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের নন্দুরবাড় স্টেশনে।
সোমবার সকালে নন্দুরবাড় স্টেশনে এক ব্যক্তি মালগাড়ির সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। ট্রেনের ধাক্কায় দুই টুকরো হয়ে যায় তার দেহ। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
জানা যায়, পুলিশ যুবকের ধড় ছুঁতেই জেগে ওঠে তার দেহটি। পুলিশকর্মীর হাত ধরে কাটা পড়া সেই ব্যক্তি নিজের নাম ও ঠিকানা বলে। এর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার।
পুলিশের দাবি, মৃত সেই ব্যক্তি জানায় তার নাম সঞ্জু। সে স্থানীয় মালিওয়াড়ার বাসিন্দা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যুবকের নাম সঞ্জয় নামদেও মরাঠে (৩০)।
শরণার্থী শিবিরে প্রেমিকার দেখা, তারপর রোহিঙ্গা জুটির বিয়ে || BD News
শরণার্থী শিবিরে প্রেমিকার দেখা, তারপর রোহিঙ্গা জুটির বিয়ে || BD News
শরণার্থী শিবিরে প্রেমিকার দেখা, তারপর রোহিঙ্গা জুটির বিয়ে || BD News
মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গা নিধন শুরু করলে তারা দু'জনই জীবন বাঁচাতে পালিয়ে আসেন বাংলাদেশে। অাশ্রয় নেন রোহিঙ্গা শরণার্থী শিবিরে। এর আগে রাখাইন রাজ্যে তারা নাগরিকত্ব না পেলেও দিন পার হচ্ছিল ভালোভাবেই। হঠাৎ করেই রোহিঙ্গা নিধনের জেরে একে অপরকে হারিয়ে ফেলেন। জানা যায়, প্রায় দুই বছর ধরে চুটিয়ে প্রেম করার পর বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন তারা।
এরপর যখন প্রেমিক মুহাম্মদ জোবায়ের ভেবেছিলেন, তার প্রেমিকাকে হয়তো আর কোনোদিনই খুঁজে পাবেন না। প্রেমিকা নূর বেগমও সেরকম ধারণাই করেছিলেন। তবে শরণার্থী শিবিরে তারা একে অপরকে খুঁজে পান। আবারো চলতে থাকে তাদের দু'জনের প্রেম। শরণার্থী জীবনেও তাই সিদ্ধান্ত নেন ঘর বাঁধার। সীমানা পেরিয়ে ক্যাম্পে এসেই ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন এই রোহিঙ্গা জুটি। প্রতিবেশি রোহিঙ্গাদের সহায়তায় করা হয় বিয়ের আয়োজন। ধুমধাম করে না পারলেও অল্পবিস্তর আয়োজন ছিল সেখানে। সাদামাটা পোশাকে আসতে দেখা যায় বরকে। তবে তা নিয়ে আক্ষেপ নেই তাদের।
তিনটি স্টেন্ট লাগিয়ে এখন সুস্থ আবুল হায়াত || News Media
তিনটি স্টেন্ট লাগিয়ে এখন সুস্থ আবুল হায়াত || News Media
তিনটি স্টেন্ট লাগিয়ে এখন সুস্থ আবুল হায়াত || News Media
প্রায় ১৫ দিন ভারত ভ্রমণ শেষে দেশে ফিরেই আকস্মিক ভাবে গুরুতর কার্ডিয়াক সমস্যায় ভুগছিলেন প্রবীণ অভিনেতা আবুল হায়াত। এরপর তিনি নিয়ে হাসপাতালে ভর্তি হন। এখন তিনি পুরোপুরি সুস্থ।
এ প্রসঙ্গে সম্প্রতি আবুল হায়াত ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
সেখানে তিনি লেখেন, ‘আল্লার কৃপায়, ডা: মোমেনুজ্জামান এবং তার কুশলী বাহিনীর সক্রিয় এবং দক্ষ কার্য পদ্ধতিতে তিন তিনটি স্টেন্ট লাগিয়ে এখন সুস্থ। ইনশাল্লাহ ১৩ মার্চ থেকে আবার পুরোদমে কাজে নেমে পড়ব। এখন যে কথাটা বলতে চাই, আমার বিপি: ১১৫-৭৫ কোলেস্টরেল ১৩০, সুগার: ৪.৬-৬.৫, হার্ট রেট ৬৮-৭০, অক্সিজেন ইনটেক প্রায় ৯৭%, তার এই অবস্থা দেখে যারা আমার কট্টর জীবনাচার অনুসরন করছিলেন, তাদের অনেকেই নাকি মুচকি হেসে অনুসরনের পথ ত্যাগ করার কথা ভাবছেন। আমি নিজেও হতাশ হয়ে বিজ্ঞ চিকিৎসককে জিজ্ঞেস করেছিলাম-আমার এত বছরের কট্টর জীবনাচারে লাভ কী হলো? ডা: হেসে বললেন, লাভ একটাই,You have survived, otherwise it could have been disastrous! এখন আমাকে অনুসরন করবেন কিনা সিদ্ধান্ত আপনার।’
এবার পুরুষ কে ধর্ষণ করল ৩ নারী || News 24
এবার পুরুষ কে ধর্ষণ করল ৩ নারী || News 24
এবার পুরুষ কে ধর্ষণ করল ৩ নারী || News 24
দক্ষিণ আফ্রিকার ৩৩ বছরের এক পুরুষকে প্রথম অপহরণ করে, তারপর তাকে ধর্ষণ করল তিন নারী। জানা গেছে, মাথায় বন্দুক ঠেকিয়ে সেই ব্যক্তিকে ধর্ষণ করা হয়। তাদের কালো এসইউভি গাড়িতে তুলে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
অভিযোগ, এক নারী গাড়ি থেকে মাথা বের করে সেই ব্যক্তির কাছ থেকে পথ নির্দেশনা চান। সেই ব্যক্তি যখন সাহায্য করছিলেন, সেই সময় বাকি দুই নারী তাকে গাড়িতে তুলে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সেই ব্যক্তিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত তিন নারী।
নির্যাতনের শিকার সেই পুরুষ জানান, তার বীর্য একটি কুলারের মধ্যে ভরে রাখে অভিযুক্তেরা। পরে তাকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। পুলিশ ধর্ষণের মামলা দায়ের করেছে। শুরু হয়েছে তদন্ত। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
গরুর শরীর আর বিড়ালের মুখ || Breaking News
গরুর শরীর আর বিড়ালের মুখ || Breaking News
গরুর শরীর আর বিড়ালের মুখ || Breaking News
একটা অদ্ভূত প্রাণী। তার শরীরটা গরুর আর মুখটা বিড়ালের মতো। এই প্রাণীটির ভিডিও শেয়ার করেছেন ইন্দোনেশিয়ার পূর্ব জাভার প্রবোলিনগোগ গ্রামের বাসিন্দারা।
আসলে এটি একটি গরুর বাছুর, বাছুরটির শরীরের বাকি অংশের বৃদ্ধি স্বাভাবিক হলেও মুখের দিকের বৃদ্ধি ঠিক মতো হয়নি। বাইরের দিকে মুখটি না বেড়ে, বেড়েছে ভেতরের দিকে। এটি একটি শারীরিক অস্বাভাবিকতা আর কিছুই নয়।
ভিডিওতে দেখা গেছে, এলাকাবাসী তাকে ঘিরে ধরেছে। কেউ কেউ নিজের মোবাইলে বাছুরটির ছবি তুলতে ব্যস্ত। তারই মধ্যে একজন একটি ফিডিং বোতলে করে বাছুরটিকে দুধ খাওয়াচ্ছেন।
স্বামীর পরকীয়া ধরে ফেলার পরও স্বামী কে ছাড়ল না বধূ|| Hot News
স্বামীর পরকীয়া ধরে ফেলার পরও স্বামী কে ছাড়ল না বধূ|| Hot News
স্বামীর পরকীয়া ধরে ফেলার পরও স্বামী কে ছাড়ল না বধূ|| Hot News
৩০ বছর আগে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের নিকোলা ও মাইকের (ছদ্মনাম) সঙ্গে আমার দেখা হয়েছিল। আমাদের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছিল। মাইক মজা করে বলতো তাদের বিয়েতে আমার উচিত তার এবং একইসঙ্গে তার হবু বধূ নিকোলার সঙ্গী হতে। ২৮ বছর বয়সে আমি বিয়ে করি। একটি দুর্ঘটনায় আমার স্বামী মারা যায়। হতাশায় ভেঙে পড়েছিলাম। মাইক আর্থিক সাহায্য করেছে, নিকোলা খাইয়ে দিয়েছে, নিদ্রাহীন রাতে সঙ্গ দিয়েছে। কয়েক বছর পর বেনের সঙ্গে দেখা হয় এবং আমরা বিয়ে করি। আমাদের দুইটি সন্তান ছিল। নিকোলা-মাইক ও তাদের তিন সন্তানকে নিয়ে আমরা একসঙ্গে বেড়াতে যেতাম।
কিন্তু এক বছর পর সবকিছু পরিবর্তন হয়ে যায়। আমি একটি কান্ট্রি হোটেলে সম্মেলনে ছিলাম। কফি পানের সময়টাতে আমি জানালা দিয়ে মাইককে গলফ কোর্সে দেখলাম। একটি খাটো, লাল চুলের মেয়ে তার পাশে ছিল, সে মাইককে জড়িয়ে ধরলো। মাইক তার সঙ্গে অন্তরঙ্গ হচ্ছিল দেখে আমি বিস্মিত হই।
সারাদিন আর কাজে মনোযোগ দিতে পারিনি এবং পরে তাকে খুঁজতে বের হই। তাকে না পেয়ে মেয়েটাকে খুঁজে বের করি। সবকিছু মেলানোর চেষ্টা করছিলাম, যত ভাবছিলাম ততই রাগ হচ্ছিল। রাতে খাবারের পর আমি মেয়েটার দরজায় কড়া নাড়ি। সে দরজা খুলে দিল। মাইককে তার বিছানায় স্বল্প পোশাকে দেখলাম। মেয়েটাকে ধাক্কা দিয়ে মাইকের সঙ্গে রাগারাগি শুরু করি। বলি যে নিকোলাকে সব বলে দিব। উত্তরে মাইক জানায়, 'এতে আমার নাক গলানোর কিছু নেই।' এটা বলে সে আমার হাত ধরে সেখান থেকে বের করে দিল। সারারাত জেগে ভেবেছি কীভাবে এসব নিকোলাকে বলবো। বেনকে ফোন করলাম। সেও বিস্মিত হল। কিন্তু এটাও বললো, 'এখানে আমাদের করার কিছু নেই।' আমি যুক্তি বললাম নিকোলার এসব জানার অধিকার আছে।
কয়েকসপ্তাহ পর নিকোলাকে কফি খাওয়ার জন্য ডাকলাম। সব বলার পর তার চোখ অশ্রুতে পরিপূর্ণ হয়ে উঠল এবং স্বীকার করল যে সেও এমনটা সন্দেহ করছিল কারণ মাইক অনেকটা সময় বাইরে বাইরে কাটাতো। নিকোলাকে প্রথমে দুঃখিত মনে হলেও পরে সে খুব রেগে গেল যখন জানল হোটেলে আমি মাইকের সঙ্গে রাগারাগি করেছি। নিকোলা জানাল, সে এ সম্পর্ক ভাঙতে চায় না। বলেই সে সোজা উঠে দাঁড়াল এবং চলে গেল। সেই বারই তার সঙ্গে শেষ কথা হয়েছে। এরপর চার মাস হয়ে গেছে, নিকোলাকে খুব মিস করি। মাইককেও। তাদের দুজনের কাছেই ক্ষমা চেয়ে বার্তা পাঠিয়েছি। কিন্তু কোনো সাড়া পাইনি। নিকোলা আমার ফোন কেটে দিয়েছে। তার সঙ্গে দেখা হলেই শুধু মাথা নাড়ায়। মনে হচ্ছে মাইকের পরিবর্তে নিকোলা আমাকেই শাস্তি দিচ্ছে। আমি খুবই বিপর্যস্ত। তবে তাকে এসব বলেছি এজন্য আমি অনুতপ্তও নই।
মমিতে মিলল বিশ্বের সবচেয়ে 'পুরনো' উল্কির খোঁজ || Breaking news
মমিতে মিলল বিশ্বের সবচেয়ে 'পুরনো' উল্কির খোঁজ || Breaking news
মমিতে মিলল বিশ্বের সবচেয়ে 'পুরনো' উল্কির খোঁজ || Breaking news
শরীরে উল্কি করা সাম্প্রতিক ফ্যাশন হলেও এটি কোনো নতুন বিষয় নয়। অনেক দেশে উল্কি সুপ্রাচীন সংস্কৃতি হিসেবে পরিচিত। আর তারই জের ধরে মমিতে বিশ্বের সবচেয়ে 'পুরনো' উল্কির খোঁজ মিলল। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকদের দাবি, এই উল্কিই সবচেয়ে পুরনো।
মিশরের শহর থেকে একশো বছর আগে উদ্ধার হওয়া 'গ্যাবেলিন উম্যান' নামে এক মমির শরীরে উল্কির খোঁজ মিলেছে। একটি লাইন এবং ইংরেজি 'এস' বর্ণের উল্কি রয়েছে মমির গায়ে। আরও একটি মমির ('গ্যাবলিন ম্যান') শরীরে দেখা গেছে, একটি ষাঁড় ও একটি ভেড়ার ছবি।
বর্তমানে লুক্সোরে ৪০ কিলোমিটার দক্ষিণে গ্যাবেলিন শহরে খ্রিস্টপূর্ব ৩,৩৫১ থেকে ৩,০১৭ সালের মধ্যে বসবাস করতেন এই ব্যক্তিরা।
এ ব্যাপারে ব্রিটিশ মিউজিয়ামের বিজ্ঞানীরা জানাচ্ছেন, নারীদের শরীরে উল্কি সাধারণত ত্যাগ, সাহস এবং জ্ঞানের প্রকাশ পায়। পাশাপাশি শক্তির পরিচয় দেয় পুরুষের শরীরের আঁকা উল্কি।
Friday, March 2, 2018
লালমনিরহাট জেলা সর্ম্পকে জানা অজানা তথ্য ও ইতিহাস || Bangla Documentary
লালমনিরহাট জেলা সর্ম্পকে জানা অজানা তথ্য ও ইতিহাস || Bangla Documentary
লালমনিরহাট জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।
এর আয়তন ১২৪০.৯৩ বর্গকিলোমিটার। জনসংখ্যা মোট ১২,৫১,৯৯৪ জন। এখানে প্রতি ঘন মিটারে ১০০০ জন মানুষের বাস। স্বাক্ষরতার হা ৬৫%।
লালমনিরহাট জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে রংপুর জেলা ও কুড়িগ্রাম জেলা, পূর্বে কুড়িগ্রাম জেলা এবং পশ্চিমে নীলফামারী জেলা অবস্থিত।
লালমনিরহাট জেলায় ৫টি উপজেলা রয়েছে; এগুলো হলোঃ
১। আদিতমারী ২। কালীগঞ্জ ৩। পাটগ্রাম ৪। লালমনিরহাট সদর এবং ৫। হাতীবান্ধা
এ জেলার নাম কেন লালমনিরহাট হলো সে সম্পর্কে বেশ কয়েকটি মত চালু আছে। সেগুলো হলো-
১। মাটির নিচে লাল পাথর দেখতে পায়। সেই থেকে এ জায়গার নাম হয়েছে লালমনি।
২। স্বীকৃতিস্বরূপ এলাকার লোকজন নামে রাখে লালমনি ।
৩। ১৭৮৩ সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমনি নামে এক মহিলা কৃষক নেতা নুরুলদিনকে সাথে নিয়ে বৃটিশ সৈন্য ও জমিদারদের
বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করে। সেই থেকে এ জায়গার নাম হয় 'লালমনি'। কালের বিবর্তনে 'হাট' শব্দটি 'লালমনি' শব্দের সাথে যুক্ত
হয়ে 'লালমনিরহাট' নামকরণ হয়েছে।
লালমনিরহাট সদর উপজেলায় বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা আছে। সেটি হচ্ছে নিদারিয়া মসজিদ।
লালমনিরহাট জেলায় ২০টি কলেজ, ৮৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১৭টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৩৪টি মা্দ্রাসা, ৭৫৪টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি
পলিটেকনিক ইনস্টিটিউট, এবং প্রায় ২০০টি কিন্ডার গার্ডেন রয়েছে। জেলার শিক্ষার হার ৬৫%।
জেলার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠিান-
১। পাটগ্রাম সরকারী কলেজ ২। আলিমুদ্দিন ডিগ্রি কলেজ ৩। হাতীবান্ধা মহিলা কলেজ ৪। বড়খাতা ডিগ্রি কলেজ ৫। লালমনিরহাট সরকারি কলেজ
৬। মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ। ৭। আদিতমারী কৃষি প্রযুক্তি ইনিস্টিটিউট, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ-জনাব মোঃ নজরুল ইসলাম মৃধা।
কৃতি ব্যক্তিত্ব:
১। শেখ ফজলল করিম (১৮৮২ বাংলা ৩০শে চৈত্র ১২৮৯ - সেপ্টেম্বর ২৮, ১৯৩৬) একজন স্বনামধন্য বাঙালি সাহিত্যিক
২। ফকির মজনু শাহ।
চিত্তাকর্ষক স্থান:
১। তিস্তা সেচ প্রকল্প ২। প্রাচীন লালমনিরহাট বিমান বন্দর ৩। বুড়িমাড়ি জিরো পয়েন্ট ৪। তিনবিঘা করিডর ৫। শীণ্ডূড়মটীর দীঘি ৬। কবি শেখ ফজলুল
করিমের বসত ভিটা ৭। তিস্তা ব্যারেজ ৮। কাকিনা জমিদার বাড়ি ৯। বোতল বাড়ি (কালীগঞ্জ- নওদাবাস) ১০। তুষভাণ্ডার জমিদার বাড়ি
স্ত্রীর উগ্র যৌন অত্যাচার থেকে মুক্তি পেতে স্বামী আদালতে || BD News
স্ত্রীর উগ্র যৌন অত্যাচার থেকে মুক্তি পেতে স্বামী আদালতে || BD News
স্ত্রী যৌনতার ক্ষেত্রে আক্রমনাত্মক, শয্যায় একগুঁয়ে এবং স্বৈরাচারী। কারণে-অকারণে স্বামীর সঙ্গে ঝগড়া করেন। গত জানুয়ারি মাসে এই অভিযোগে স্ত্রীয়ের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন এক স্বামী। ভারতের মুম্বাইয়ের এক পারিবারিক আদালতের বিচারক সব শুনে তাদের সেই বিচ্ছেদের আবেদন মঞ্জুরও করলেন।
২০১২ তাদের বিয়ের পর থেকেই প্রতিরাতে একই সমস্যা। সেই ব্যাক্তি পারিবারিক আদালতের দ্বারস্থ হয়ে আরও অভিযোগ করেন, মিলনের জন্য তার স্ত্রী তাকে বিভিন্ন যৌনশক্তি বর্ধক ওষুধ ও পানীয় খেতে বাধ্য করতেন। স্বামীর দাবি, বেসরকারি অফিসে কাজ করার জন্য প্রায়শই তাঁকে একাধিক শিফটে কাজ করতে হয়। প্রতিদিন রাতে ঘনিষ্ঠ হতে তার ইচ্ছে করত না। তখন তার স্ত্রী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন।
আদালতের কাছে শেই ব্যাক্তি আবেদন করেন, এমন স্ত্রীয়ের সঙ্গে এক ছাদের নিচে থাকা সম্ভব নয়। আদালতে যেন তাদের ডিভোর্সের আবেদন মঞ্জুর করেন। আদালত জানিয়েছে, অভিযুক্ত অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে আবেদনকারী যে সমস্ত অভিযোগ এনেছেন তাকে চ্যালেঞ্জ করা যায়নি। তাই আদালত অভিযোগকারীর আনা ডিভোর্সের আবেদন মঞ্জুর করল।
Subscribe to:
Comments (Atom)
বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018
বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018 বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018 সময়টা ১৯৭৫। মানুষটার নাম খ...
-
শাকিব অপু আর স্বামী স্ত্রী নন || BD Media শাকিব অপু আর স্বামী স্ত্রী নন || BD Media চিত্রনায়ক শাকিব খান-অপু ব্শ্বিাস আর স্বামী-স্ত্রী নন। ...