Friday, March 2, 2018
লালমনিরহাট জেলা সর্ম্পকে জানা অজানা তথ্য ও ইতিহাস || Bangla Documentary
লালমনিরহাট জেলা সর্ম্পকে জানা অজানা তথ্য ও ইতিহাস || Bangla Documentary
লালমনিরহাট জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।
এর আয়তন ১২৪০.৯৩ বর্গকিলোমিটার। জনসংখ্যা মোট ১২,৫১,৯৯৪ জন। এখানে প্রতি ঘন মিটারে ১০০০ জন মানুষের বাস। স্বাক্ষরতার হা ৬৫%।
লালমনিরহাট জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে রংপুর জেলা ও কুড়িগ্রাম জেলা, পূর্বে কুড়িগ্রাম জেলা এবং পশ্চিমে নীলফামারী জেলা অবস্থিত।
লালমনিরহাট জেলায় ৫টি উপজেলা রয়েছে; এগুলো হলোঃ
১। আদিতমারী ২। কালীগঞ্জ ৩। পাটগ্রাম ৪। লালমনিরহাট সদর এবং ৫। হাতীবান্ধা
এ জেলার নাম কেন লালমনিরহাট হলো সে সম্পর্কে বেশ কয়েকটি মত চালু আছে। সেগুলো হলো-
১। মাটির নিচে লাল পাথর দেখতে পায়। সেই থেকে এ জায়গার নাম হয়েছে লালমনি।
২। স্বীকৃতিস্বরূপ এলাকার লোকজন নামে রাখে লালমনি ।
৩। ১৭৮৩ সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমনি নামে এক মহিলা কৃষক নেতা নুরুলদিনকে সাথে নিয়ে বৃটিশ সৈন্য ও জমিদারদের
বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করে। সেই থেকে এ জায়গার নাম হয় 'লালমনি'। কালের বিবর্তনে 'হাট' শব্দটি 'লালমনি' শব্দের সাথে যুক্ত
হয়ে 'লালমনিরহাট' নামকরণ হয়েছে।
লালমনিরহাট সদর উপজেলায় বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা আছে। সেটি হচ্ছে নিদারিয়া মসজিদ।
লালমনিরহাট জেলায় ২০টি কলেজ, ৮৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১৭টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৩৪টি মা্দ্রাসা, ৭৫৪টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি
পলিটেকনিক ইনস্টিটিউট, এবং প্রায় ২০০টি কিন্ডার গার্ডেন রয়েছে। জেলার শিক্ষার হার ৬৫%।
জেলার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠিান-
১। পাটগ্রাম সরকারী কলেজ ২। আলিমুদ্দিন ডিগ্রি কলেজ ৩। হাতীবান্ধা মহিলা কলেজ ৪। বড়খাতা ডিগ্রি কলেজ ৫। লালমনিরহাট সরকারি কলেজ
৬। মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ। ৭। আদিতমারী কৃষি প্রযুক্তি ইনিস্টিটিউট, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ-জনাব মোঃ নজরুল ইসলাম মৃধা।
কৃতি ব্যক্তিত্ব:
১। শেখ ফজলল করিম (১৮৮২ বাংলা ৩০শে চৈত্র ১২৮৯ - সেপ্টেম্বর ২৮, ১৯৩৬) একজন স্বনামধন্য বাঙালি সাহিত্যিক
২। ফকির মজনু শাহ।
চিত্তাকর্ষক স্থান:
১। তিস্তা সেচ প্রকল্প ২। প্রাচীন লালমনিরহাট বিমান বন্দর ৩। বুড়িমাড়ি জিরো পয়েন্ট ৪। তিনবিঘা করিডর ৫। শীণ্ডূড়মটীর দীঘি ৬। কবি শেখ ফজলুল
করিমের বসত ভিটা ৭। তিস্তা ব্যারেজ ৮। কাকিনা জমিদার বাড়ি ৯। বোতল বাড়ি (কালীগঞ্জ- নওদাবাস) ১০। তুষভাণ্ডার জমিদার বাড়ি
Subscribe to:
Post Comments (Atom)
বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018
বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018 বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018 সময়টা ১৯৭৫। মানুষটার নাম খ...
-
সৌদি তরুণদের বিপজ্জনক শখ || News India সৌদি তরুণদের বিপজ্জনক শখ || News India খেলার নাম 'সাইডওয়াল স্কিয়িং'। যা বিপজ্জনক শখও বটে। এ...
-
বোনের নীরাবতায় শ্রীদেবীর মৃত্যু রহস্যে নতুন মোড় || BBC News বোনের নীরাবতায় শ্রীদেবীর মৃত্যু রহস্যে নতুন মোড় || BBC News শ্রীদেবীর মৃত্...
No comments:
Post a Comment