পৃষ্ঠাসমূহ

Sunday, March 25, 2018

মমিতে মিলল বিশ্বের সবচেয়ে 'পুরনো' উল্কির খোঁজ || Breaking news

মমিতে মিলল বিশ্বের সবচেয়ে 'পুরনো' উল্কির খোঁজ || Breaking news মমিতে মিলল বিশ্বের সবচেয়ে 'পুরনো' উল্কির খোঁজ || Breaking news শরীরে উল্কি করা সাম্প্রতিক ফ্যাশন হলেও এটি কোনো নতুন বিষয় নয়। অনেক দেশে উল্কি সুপ্রাচীন সংস্কৃতি হিসেবে পরিচিত। আর তারই জের ধরে মমিতে বিশ্বের সবচেয়ে 'পুরনো' উল্কির খোঁজ মিলল। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকদের দাবি, এই উল্কিই সবচেয়ে পুরনো। মিশরের শহর থেকে একশো বছর আগে উদ্ধার হওয়া 'গ্যাবেলিন উম্যান' নামে এক মমির শরীরে উল্কির খোঁজ মিলেছে। একটি লাইন এবং ইংরেজি 'এস' বর্ণের উল্কি রয়েছে মমির গায়ে। আরও একটি মমির ('গ্যাবলিন ম্যান') শরীরে দেখা গেছে, একটি ষাঁড় ও একটি ভেড়ার ছবি। বর্তমানে লুক্সোরে ৪০ কিলোমিটার দক্ষিণে গ্যাবেলিন শহরে খ্রিস্টপূর্ব ৩,৩৫১ থেকে ৩,০১৭ সালের মধ্যে বসবাস করতেন এই ব্যক্তিরা। এ ব্যাপারে ব্রিটিশ মিউজিয়ামের বিজ্ঞানীরা জানাচ্ছেন, নারীদের শরীরে উল্কি সাধারণত ত্যাগ, সাহস এবং জ্ঞানের প্রকাশ পায়। পাশাপাশি শক্তির পরিচয় দেয় পুরুষের শরীরের আঁকা উল্কি।

No comments:

Post a Comment

বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018

বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018 বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018 সময়টা ১৯৭৫। মানুষটার নাম খ...