পৃষ্ঠাসমূহ

Sunday, March 25, 2018

মাছ খেয়ে মলদ্বারে বিঁধল ১০০ কাঁটা || Hot News Video

মাছ খেয়ে মলদ্বারে বিঁধল ১০০ কাঁটা || Hot News Video মাছ খেয়ে মলদ্বারে বিঁধল ১০০ কাঁটা || Hot News Video চীনের সিচুয়ান প্রদেশে এক ব্যক্তির প্রচণ্ড পেট ব্যথা। বিশেষ করে শৌচকর্ম করার সময় প্রবল জ্বালায় অসহ্য হয়ে উঠছিল মানুষটি। তবে ভাবতেও পারেননি, ঠিক কী ঘটেছে! এর পর তিনি বাধ্য হয়ে চিকিৎসকের দ্বারস্থ হলেন। আর তার পরেই বেরিয়ে এলো আসল সত্য। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সিটি স্ক্যানের পরেই জানা যায়, ওই ব্যক্তির মলদ্বারে আটকে রয়েছে প্রায় শ’খানেক মাছের কাঁটা! এ ব্যাপারে সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের পশ্চিম চীন হাসপাতালের চিকিৎসক হুয়াং জিহিন জানিয়েছেন, মাছের কাঁটা মলদ্বারে আটকানোর ঘটনা ঘটলেও এতগুলো কাঁটা আটকে থাকার ঘটনা আগে কখনও দেখেননি তারা। তিনি জানিয়েছেন, জটিল অস্ত্রোপচার করে অবশেষে অধিকাংশ কাঁটাই বের করা গেছে। অস্ত্রোপচারে যে ঝুঁকি ছিল, তা জানিয়ে ওই চিকিৎসক বলেন, মলদ্বার যেভাবে ফুলে গিয়েছিল রক্তক্ষরণের মাত্রা বেশি হবে বলেই মনে হচ্ছিল। তবে শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। এখনও অবশ্য সব কাঁটা বের হয়নি। তবে ওই চিকিৎসক জানাচ্ছেন, বাকি কাঁটা স্বাভাবিক প্রক্রিয়ায় বেরিয়ে যাবে। কিন্তু ওই কাঁটা তার মলদ্বারে আটকাল কী করে? জানা যাচ্ছে, ওই প্রৌঢ় দু’টো মাছ সেদ্ধ করে খেয়েছিলেন। তার ধারণা ছিল, মাছের কাঁটা এমনিই গলে যাবে, যেহেতু সেদ্ধ করে খাওয়া হচ্ছে।

No comments:

Post a Comment

বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018

বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018 বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018 সময়টা ১৯৭৫। মানুষটার নাম খ...