পৃষ্ঠাসমূহ

Sunday, March 25, 2018

২ হাজার বছর পুরোনো কবরের সন্ধান || News India

২ হাজার বছর পুরোনো কবরের সন্ধান || News India ২ হাজার বছর পুরোনো কবরের সন্ধান || News India তুরস্কে ২ হাজার বছরের একটি কবরের সন্ধান পাওয়া গেছে। একটি ভবনের নির্মাণকাজের ভিত্তি রচনার সময় এই কবরের সন্ধান পান নির্মাণশ্রমিকরা। জানা যায়, রোমান সাম্রাজ্যের একটি পাথরের তৈরি কফিনো মোড়ানোর ব্যক্তির হাড় পাওয়া গেছে। ইস্তাম্বুলের নিকটবর্তী প্রদেশ কাদিকোয় জেলা থেকে ওই কফিনের সন্ধান মেলে। পরে ওই স্থানটিকে প্রত্নতত্ত্ব বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। দৈনিক হাবারটার্ক পত্রিকার বরাত দিয়ে ডেইলি নিউজ এ খবর প্রকাশ করেছে। এ ব্যাপারে ইস্তাম্বুলের প্রত্নতাত্ত্বিক যাদুঘরের পরিচালক বলেন, ওই কফিনের ভেতর থেকে মৃত ব্যক্তির দেহের হাড় উদ্ধার করা হয়েছে। এরপরই ওই কবরটিকে সংরক্ষণের ব্যবস্থা কর হয়। এদিকে সংস্কৃতি মন্ত্রণালয়ে সূত্রের বরাত দিয়ে হাবারটার্ক জানিয়েছে, খুব শিগগিরই ওই হাড় ও কফিন যাদুঘরে পাঠিয়ে দেওয়া হবে। প্রত্নতাত্ত্বিক বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, হাড়টির ডিএনএ পরীক্ষা করা হবে। স্যাভ নামের এক কর্মকর্তা বলেন, এই হাড়টি রোমান যুগের। তবে ওই কফিন বা কবরে কোন কিছু লেখা ছিল না।

No comments:

Post a Comment

বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018

বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018 বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018 সময়টা ১৯৭৫। মানুষটার নাম খ...