পৃষ্ঠাসমূহ

Sunday, March 25, 2018

'বাহুবলী'র পর এবার 'কাটাপ্পা || News Media

'বাহুবলী'র পর এবার 'কাটাপ্পা || News Media 'বাহুবলী'র পর এবার 'কাটাপ্পা || News Media 'বাহুবলী' ছবির গুরুত্বপূর্ণ চরিত্র কাটাপ্পা। অনেক সময় তাকে নিয়ে আলোচনা ছাপিয়ে গেছে অন্য চরিত্রগুলোকেও। এবার কাটাপ্পার স্থান হতে চলেছে মাদাম তুসোর লন্ডন জাদুঘরে। কাটাপ্পা চরিত্রে অভিনয় করেন তামিল অভিনেতা সত্যরাজ। কাট্টাপ্পা চরিত্রে তাকে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেইভাবেই তার প্রতিমূর্তিটি নির্মাণ করা হবে। এর আগে মাদাম তুসোর জাদুঘরে স্থান হয় 'বাহুবলী' খ্যাত প্রভাসের। তার প্রতিমূর্তিটি রাখা হয়েছে মাদাম তুসোর ব্যাংকক জাদুঘরে। মাদাম তুসোর জাদুঘরে ভারতের আরো স্থান পেয়েছেন শাহরুখ খান, সালমান খান, আমির খান, বরুণ ধাওয়ান, হৃত্বিক রোশন, মাধুরী দিক্ষিত, ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর, অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, অনিল কাপুর, আশা ভোঁশলেসহ অনেকে। তবে তামিল চলচ্চিত্র এমন সম্মাননা পাওয়া বেশ বিরল। তাই মাদাম তুসোতে 'কাট্টাপ্পা' খ্যাত সত্যরাজের ওয়াক্স স্ট্যাচু করার খবর শুনে উচ্ছ্বসিত তামিল চলচ্চিত্র অঙ্গন।

No comments:

Post a Comment

বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018

বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018 বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018 সময়টা ১৯৭৫। মানুষটার নাম খ...