Sunday, March 25, 2018
বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018
বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018
বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018
সময়টা ১৯৭৫।
মানুষটার নাম খলিলুল্লাহ।
তার পরিচয় তিনি একজন মানুষখেকো। মৃত মানুষ খেতে তার ভালো লাগে ভীষন। দু’সপ্তাহ পর পর মানুষের মাংস না খেতে পেলে একেবারে দিশেহারা হয়ে যায় তার সমস্ত দেহ মন।কলিজা আর তেল তার ভীষণ পছন্দের।তবে সবচেয়ে বেশী ভালো লাগে উরুর নরম তুলতুলে মাংসগুলো কচকচ করে চিবিয়ে খেতে।
মরা মানুষের মাংস খাবার শুরুটা ঠিক কবে হয়েছিলো,তা মনে নেই তার।তবে ছোটবেলার বন্ধু রবি ডোমের হাত ধরেই সূচনা হয়েছিলো তার মৃত মানুষের মাংস খাবার ব্যাপারটির।লালবাগ এলাকা থেকে প্রতিদিন হেঁটে হেঁটে মেডিক্যাল কলেজ হাসপাতলের মর্গে আসত সে। রবি ডোমের বাবা ছিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রথম ডোম। সে রবির বাবাই খলিলুল্লাহ ও তার ছেলেকে প্রথম মরা মানুষের মাংস খেতে দিত আদর করে । শখ করে নরমাংস খেতে খেতে একসময় ভয়ঙ্কর নেশায় পরিনত হয় সে জিনিস।মাংস খেতে না পেলে কেমন যেনো পাগলের মতো হয়ে যেতো ওরা।
একসময় রবি ডোম নরমাংস খাওয়া ছেড়ে দেয়। কিন্তু খলিলুল্লাহ তা ছাড়তে পারেনি। মানুষের মাংসের লোভে সে ছুটে যেতো ঢাকা মেডিক্যাল কলেজ এবং মিটফোর্ড হাসপাতালে। সেখানে গোপাল ডোম ও সোনা ডোম তাকে মরা মানুষের মাংস খেতে দিতো।ভয়ঙ্কর এই উন্মাদ তার খালা মমিনাকে একবার খাসির মাংস বলে মানুষের মাংস রান্না করে খাইয়ে দিয়েছিলো।
নরমাংস খাবার পাশাপাশি আর একটা ভয়ঙ্কর নেশাও ছিলো খলিলুল্লার।কাফনের কাপড় চুরি করতো সে। ঢাকার বিভিন্ন কবরস্থান থেকে কবর খুঁড়ে কাপড় এনে তা মৌলভীবাজারের কাছাকাছি পুরনো কাপড়ের দোকানে বিক্রি করে দিতো। তারপর কাপড় বিক্রির টাকা দিয়ে স্বাভাবিক খাবার কিনে খেতো।
১৯৭৫ সালের ৩ এপ্রিল যখন প্রথমবার পত্রিকায় এ ভয়ঙ্কর মানুষখেকোকে নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছিলো ,তখন ভয়ঙ্কর আতঙ্কে কেঁপে উঠেছিলো বিশ্ববাসী। অদ্ভূত এক উত্তেজনা ছড়িয়ে পড়েছিলো চারপাশে।এবং টনক নড়েছিলো কর্তৃপক্ষের। পরেরবার যখন খলিলুল্লাহ নরমাংসের নেশায় মর্গে আসে তখন হাসপাতাল কর্মচারীরা তাকে কপ করে ধরে ফেলে। তারপর তাকে হাজির করা হয় হাসপাতালের তৎকালীন তত্ত্বাবধায়ক কর্নেল এম এল রহমানের কক্ষে । কর্নেল সাহেব তখন দ্রুতগতিতে ডেকে পাঠান কলেজের অধ্যক্ষ ডা. এম এ জলিল, মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সামাদসহ আরো কয়েকজন মানসিক বিশেষজ্ঞকে। তাঁরা খলিলুল্লাহকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে তার মাংসখেকো হবার ইতিহাস। যা শুনে শিহরিত হয়ে যায় সবাই ভীষণভাবে।
হতবাক কর্তৃপক্ষ তাৎক্ষণিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালের রান্নাঘর থেকে এনে দিলো মুরগির কাঁচা মাংস।এবং উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে প্রায় সাথে সাথেই মুরগির কাঁচা মাংস কচ কচ করে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে সে।
এরপর হাসপাতাল কর্তৃপক্ষ সাথে সাথেই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে।খলিলুল্লাহকে আর রাখা যাবে না জনসমক্ষে। হয়তো সে সুযোগ পেলে জ্যান্ত মানুষের ওপরও ঝাঁপিয়ে পড়তে পারে।
এ আশঙ্কায় ডাকা হলো পুলিশকে। পুলিশ খলিলুল্লাহকে বন্দি করে নিয়ে গেলো রমনা থানায় । তারপর শুরু হলো আবার নতুন করে পুলিশি জেরা। পুলিশকে ও দারুণ হতবাক করে দিলো এ মাংসখেঁকো।সে দৃঢ়কণ্ঠে ঘোষণা দিলো : ” সে মানুষের মাংস খায় এবং ভবিষ্যতেও খাবে।”
খলিলুল্লাহ যে একজন জটিল মানসিক রোগী , এ ঘোষণার পর নিশ্চিত হয়ে যায় পুলিশ।তারপর তাকে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়া হয় পাবনায়।
পাবনার চিকিৎসায় ভয়ঙ্কর উন্মাদ থেকে মোটামুটি সুস্থ হয়ে সে ফিরে আসে আবার স্বাভাবিক জীবনে। তাকে প্রায় সময়ই দেখা যেতো আজিমপুরের গোরস্থানে।
কলিজাখেকো বলে কেউ তাকে কাজ কিংবা আশ্রয় দিতো না। অনেকে শারীরিকভাবে আঘাতও করেছে।দিয়েছে একরাশ লান্ঞ্ছনা। তাই শুধু মাত্র বেঁচে থাকার অবলম্বন হিসেবে কবরস্থানকে বেছে নিয়েছিলো সে। মরা মানুষের মাংসের লোভে নয়, শুধু নিজেকে সমাজ থেকে দূরে রাখার জন্য,একটু খানি সুখ এবং শান্তির সন্ধানে।
তবে শেষ বয়সটা খুব একটা সুখে কাটেনি তার।নানান রকম লাঞ্ছনা সইতে হতো তাকে এবং তার পরিবারকে।মৃত্যুর আগে তার জীবনটা হয়ে উঠেছিল দুর্বিষহ। কয়েক বছর নানান রোগে ভুগে অনেকটা বিনা চিকিৎসায় মারা যায় এ ভয়ঙ্কর লোকটি। টাকার অভাবে বাবার চিকিৎসা করাতে পারেনি তার ছেলে । তারপর একসময় ২০০৫ সালের কোন এক ভরদুপুরে মুখে পানি এসে হাত-পা ফুলে মারা যান তিনি। এবং এভাবেই শেষ হয়েছিলো সত্তর দশকের এক ভয়াবহ মানুষখেকোর গল্প।
আজকের পর্বটির সমপ্তি এখানেই।আগামী পর্বে নিয়ে আসবো আরও একটি লোমহর্ষক ভয়ঙ্কর সত্য ঘটনা। আপাতত শুভ বিদায়।
বাংলাদেশের জানা অজানা ৪টি রহস্যময় ঘটনা || Bangla Documentary
বাংলাদেশের জানা অজানা ৪টি রহস্যময় ঘটনা || Bangla Documentary
বাংলাদেশের জানা অজানা ৪টি রহস্যময় ঘটনা || Bangla Documentary
রহস্য ভরা এ পৃথিবীর অনেক রহস্য আছে যার সঠিক কোন উত্তর কারো কাছে নেই । বাংলাদেশেও আছে এমন রহস্যাবৃত কিছু স্থান । তাই আপনাদের জন্য রহস্যময় পৃথিবী খুঁজে বের করলো সেই ঘটনাগুলো।
চলুন দেখে নেই বাংলাদেশের জানা অজানা ৪টি রহস্যময় ঘটনা !
গানস অফ বরিশালঃ
গুগলে লিখে সার্চ দিলেই পাবেন। বরিশালে ব্রিটিশরা আসার সময় এর নাম ছিল বাকেরগঞ্জ। বাকেরগঞ্জের তৎকালীন এক ব্রিটিশ সিভিল সার্জন প্রথম ঘটনাটি লেখেন। বর্ষা আসার আগে আগে গভীর সাগরের দিক থেকে রহস্য ময় কামান দাগার আওয়াজ আসতো। ব্রিটিশরা সাগরে জলদস্যু ভেবে খোজা খুজি করেও রহস্যভেদ করতে পারে নাই।
চিকনকালা :
মুরং গ্রামটা বাংলাদেশ-বার্মা নো ম্যানস ল্যান্ডে। কাছের মুরং গ্রামের চিকনকালার লোকেরা বলে প্রতিবছর নাকি (দিনটা নির্দিষ্ট না) হঠাৎ বনের ভিতর রহস্যময় ধুপ ধাপ আওয়াজ আসে। শিকারীরা আওয়াজটা শুনলেই সবাই দৌড়ে বন থেকে পালিয়ে আসে। কিন্তু প্রতিবছরেই কয়েকজন পিছে পড়ে যায়। যারা পিছে পড়ে তারা আর ফিরে আসে না। কয়েকদিন পরে বনে তাদের মৃত দেহ পাওয়া যায়। শরীরে আঘাতের চিহ্ন নেই। শুধু চেহারায় ভয়ঙ্কর আতঙ্কের ছাপ।
বগা লেকঃ
কেওকারাডং এর আগে রুপসী বগা লেক। বম ভাষায় বগা মানে ড্রাগন। বমদের রুপকথা অনুযায়ী অনেক আগে এই পাহাড়ে এক ড্রাগন বাস করতো। ছোট ছোট বাচ্চাদের ধরে খেয়ে ফেলতো। গ্রামের লোকেরা ড্রাগনকে হত্যা করলে তার মুখ থেকে আগুন আর প্রচন্ড শব্দ হয়ে পাহাড় বিস্ফোরিত হয়। রুপকথার ধরন শুনে মনে হয়, এটা একটা আগ্নেয়গীরির অগ্ন্যুতপাত। উপজেলা পরিষদের লাগানো সাইনবোর্ডে সরকারী ভাবে এই রহস্যের কথা লেখা। এখনো এর গভীরতা কেউ বলতে পারে না। ইকো মিটারে ১৫০+ পাওয়া গেছে। প্রতিবছর রহস্যময় ভাবে বগা লেকের পানির রঙ কয়েকবার পালটে যায়। যদিও কোন ঝর্না নেই তবুও লেকের পানি চেঞ্জ হলে আশপাশের লেকের পানিও চেঞ্জ হয়। হয়তো আন্ডার গ্রাউন্ড রিভার থাকতে পারে। কিন্তু বগা লেকের এই রহস্য ভেদ হয়নি এখনো।
সোয়াচ অফ নো গ্রাউন্ড:
মেঘনা নদী যেখানে সাগরে মিশেছে জায়গাটাকে বলে সোয়ার্জ অফ নো গ্রাউন্ড বা অতল স্পর্শী। গাঙ্গেয় ব-দ্বীপ গঠনের পর থেকেই দু’মুখী স্রোতের ঠেলায় তলার মাটি সরে যাচ্ছে ক্রমে ক্রমে। এখানে গভীরতা পরিমাপ করা যায়নি।
সৌদি তরুণদের বিপজ্জনক শখ || News India
সৌদি তরুণদের বিপজ্জনক শখ || News India
সৌদি তরুণদের বিপজ্জনক শখ || News India
খেলার নাম 'সাইডওয়াল স্কিয়িং'। যা বিপজ্জনক শখও বটে। একঘেঁয়ে জীবনে একটুখানি উত্তেজনা পেতে সৌদি তরুণরা এ ধরনের বিপজ্জনক শখ বেছে নিয়েছে।
দুই চাকায় গাড়ি চালানো খেলাটির নাম 'সাইডওয়াল স্কিয়িং'। এর মানে হলো চার চাকার গাড়িকে দুই চাকায় চালানো এবং সেই সময় যাত্রীদের কিছু দুঃসাহসী কসরত দেখানো। এটিই কিছু সৌদি তরুণদের প্রিয় খেলা হয়ে উঠেছে।
ভারসাম্য রক্ষা
চালকের কাজ স্টিয়ারিং ধরে গাড়ির ভারসাম্য রক্ষা করা। আর যাত্রী বেশে যারা গাড়িতে থাকেন তারা কেউ হয়তো জানালা দিয়ে শরীর বের করেন, কেউ বাতাসে ভেসে থাকা টায়ার খোলেন।
যেভাবে করা হয়
দুটি উপায় আছে। এক, গাড়ির একপাশের দুই চাকা কোনো ব়্যাম্পে (একতলা থেকে আরেক তলায় যাওয়ার জন্য ব্যবহৃত ঢালু পথ) তোলা এবং তারপর গাড়ি চালানো শুরু করা। দুই, একটি নির্দিষ্ট গতিতে গাড়ি চালিয়ে খুব দ্রুত মোড় নেয়া। এছাড়া যে দুই চাকা সড়কের সঙ্গে লাগানো থাকবে সেগুলোর হাওয়া কিছুটা কমিয়ে রাখেন অনেকে।
প্রথম প্রদর্শনী
ডেনমার্কের টোনি পেটারসন ১৯৬৪ সালে নিউইয়র্কে ‘ওয়ার্ল্ড ফেয়ার’ চলাকালীন প্রথমবারের মতো ‘সাইডওয়াল স্কিয়িং’ দেখিয়েছিলেন।
সিনেমায়
নাইট রাইডার, দ্য ডিউকস অফ হ্যাজার্ড, ট্রান্সফরমার্স, জেমস বন্ড সিরিজের দুটি মুভিসহ বিভিন্ন টেলিভিশন সিরিজ ও চলচ্চিত্রে এই স্টান্ট ব্যবহার করা হয়েছে।
নিরাপত্তা
সৌদি তরুণরা যখন এমন দুঃসাহসিক স্টান্টে অংশ নেন, তখন তাদের অতিরিক্ত কোনো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায় না। সাধারণত মরুভূমি এলাকার মধ্য দিয়ে রাস্তা গেছে, এমন জায়গায় এই খেলা খেলেন তরুণরা। কারণ, এমন রাস্তায় তেমন গাড়ি চলাচল করে না।
কুকুর ছানাটি যেভাবে ভালুক হয়ে গেল || Breaking News
কুকুর ছানাটি যেভাবে ভালুক হয়ে গেল || Breaking News
কুকুর ছানাটি যেভাবে ভালুক হয়ে গেল || Breaking News
ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুনান প্রদেশে। দেশটির একটি পাহাড়ি অঞ্চলে ঘুরে বেড়াচ্ছিল কালো রঙের একটি কুকুর ছানা। নিঃসঙ্গ কুকুর ছানাটি দেখে এক ব্যক্তির চোখে পানি এসে যায়। তিনি কোলে তুলে বাড়ি নিয়ে আসেন তাকে। কিন্তু কুকুর ছানাটি একটু বড় হয়ে উঠতেই নানা অস্বাভাবিকতা দেখা দিতে থাকে। পরে ওই কুকুর মালিকের ভুল ভাঙে কুকুর ছানা মনে করে একটি ভালুক ছানা তুলে এনেছিলেন তিনি।
ভালুকটির কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করে একটি চীনা ইউটিউব চ্যানেল। ধারণা করা হয়, ভিডিওটি ওই ভালুকের মালিকের ধারণ করা। ভিডিওটিতে দেখা যায়, কালো রঙের একটি ভালুক ছানা একটি কুকুরের সঙ্গে খেলছে। মাত্র আট মাসে ভালুকটির দৈর্ঘ্য বাড়তে বাড়তে হয়ে যায় এক দশমিক সাত মিটার। ওজন দাঁড়ায় ৮০ কিলোগ্রাম। তাই নিরাপত্তার স্বার্থে ভালুকটিকে খাঁচার ভেতর শিকলের সঙ্গে বেঁধে রাখেন তিনি।
ভূতকে একদম সামনে থেকে দেখলেন ব্রিটিশ মডেল || BBC News
ভূতকে একদম সামনে থেকে দেখলেন ব্রিটিশ মডেল || BBC News
ভূতকে একদম সামনে থেকে দেখলেন ব্রিটিশ মডেল || BBC News
হরর মুভি দেখে চমকে ওঠা আর ভূতকে একদম সামনে থেকে দেখার মধ্যে অনেক তফাৎ আছে। দুর্বল হৃদয়ের লোকজনের পক্ষে ব্যাপারটা বেশ কঠিন। তবে সেরকম পরিস্থিতিরই সম্মুখীন হয়েছেন ব্রিটিশ মডেল কেটি প্রাইস।
সম্প্রতি সেই মডেল তথা টিভি অ্যাংকর এরকমই কিছু ছবি পোস্ট করে সেই ভয়ঙ্কর পরিস্থিতির কথা সবাইকে জানিয়েছেন। ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে সেসব ছবি পোস্ট করেছেন তিনি। আপনি ভূতে বিশ্বাস করেন কিনা, সেটা পরের ব্যাপার। কিন্তু এই ছবিগুলো দেখলে একটু গা ছমছম করতে বাধ্য।
মোবাইলের ক্যামেরায় তোলা ছবিতে দেখা যাচ্ছে, ছায়ার মত এক শিশু দাঁড়িয়ে আছে দেওয়াল ঘেঁষে। আর সেই ছবি দেখে রীতিমত গা ছমছম করে উঠবে। সেই ছবি তোলার সময় তার বাড়িতে ঘোস্ট হান্টার লি রবার্টস উপস্থিত ছিলেন বলেও জানিয়েছেন মডেল।
তুচ্ছ কারণে স্ত্রীর লজ্জাস্থানে ধারালো অস্ত্রের কোপ স্বামীর || News India
তুচ্ছ কারণে স্ত্রীর লজ্জাস্থানে ধারালো অস্ত্রের কোপ স্বামীর || News India
তুচ্ছ কারণে স্ত্রীর লজ্জাস্থানে ধারালো অস্ত্রের কোপ স্বামীর || News India
ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর লজ্জাস্থানে আঘাত স্বামীর৷ স্ত্রীর অপরাধ, স্বামীকে তার সোনার কানের দুল দিতে চায়নি৷ রাগে স্ত্রীর লজ্জাস্থানে ধারালো অস্ত্রের কোপ মারে স্বামী৷ রক্তাক্ত অবস্থায় সেই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা৷
ঘটনাটি ঘটেছে পাকিস্তানের ডেরা গাজি খান এলাকায়৷ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পাক পুলিশ৷ সেই নারীর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷
জানা যায়, ঘটনার সময় নির্যাতিতার বাবা মেয়ের বাড়ি কাছ দিয়ে অন্য গ্রামে যাচ্ছিল৷ মেয়ের বাড়ি কাছে আসতেই ভেতর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পান৷ বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেন৷ কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ ছিল৷
শেষে দরজা ভেঙে বাড়ির ভেতরে যান৷ গিয়ে দেখেন মাটিতে তার মেয়ে সেখানে শুয়ে গোঙাচ্ছে৷ পাশেই ছিল জামাই৷ পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলে সবাই৷ জামাই ছাড়াও আরও এক ব্যক্তি ছিল৷ সে অবশ্য পালিয়ে যায়৷
প্রাথমিক জেরায় পুলিশকে অভিযুক্ত জানিয়েছে, স্ত্রীর কাছে সোনার কানের দুল চেয়েছিল৷ কিন্তু সে দিতে চায়নি৷ তাই এই কাজ করেছে সে৷ মেয়েটির পরিবার জানিয়েছে, ওদের কোন সন্তান নেই৷ সেই কারণে প্রায় তাদের মধ্যে অশান্তি ঝামেলা লেগেই থাকত৷
অপহরণ করে এক পুরুষকে লাগাতার ধর্ষণ তিন নারীর || News 24
অপহরণ করে এক পুরুষকে লাগাতার ধর্ষণ তিন নারীর || News 24
অপহরণ করে এক পুরুষকে লাগাতার ধর্ষণ তিন নারীর || News 24
দক্ষিণ আফ্রিকার ৩৩ বছরের এক পুরুষকে প্রথম অপহরণ করে, তারপর তাকে ধর্ষণ করল তিন নারী। ডেইলি মেইলে প্রকাশিত এই খবরে দাবি করা হয়েছে, মাথায় বন্দুক ঠেকিয়ে ওই ব্যক্তিকে ধর্ষণ করা হয়। তাকে কালো এসইউভি গাড়িতে তুলে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।
অভিযোগ, এক নারী গাড়ি থেকে মাথা বের করে ওই ব্যক্তিকে পথ নির্দেশনা চান! ওই ব্যক্তি যখন সাহায্য করছিলেন, সেই সময় বাকি দুই নারী তাকে গাড়িতে তুলে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ওই ব্যক্তিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত তিন নারী।
ডেইলি মেইলের দাবি, ওই ব্যক্তির বীর্য একটি কুলারের মধ্যে ভরে রাখে অভিযুক্তরা। পরে তাকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। পুলিশ ধর্ষণের মামলা দায়ের করেছে। শুরু হয়েছে তদন্ত। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
২ হাজার বছর পুরোনো কবরের সন্ধান || News India
২ হাজার বছর পুরোনো কবরের সন্ধান || News India
২ হাজার বছর পুরোনো কবরের সন্ধান || News India
তুরস্কে ২ হাজার বছরের একটি কবরের সন্ধান পাওয়া গেছে। একটি ভবনের নির্মাণকাজের ভিত্তি রচনার সময় এই কবরের সন্ধান পান নির্মাণশ্রমিকরা।
জানা যায়, রোমান সাম্রাজ্যের একটি পাথরের তৈরি কফিনো মোড়ানোর ব্যক্তির হাড় পাওয়া গেছে। ইস্তাম্বুলের নিকটবর্তী প্রদেশ কাদিকোয় জেলা থেকে ওই কফিনের সন্ধান মেলে। পরে ওই স্থানটিকে প্রত্নতত্ত্ব বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। দৈনিক হাবারটার্ক পত্রিকার বরাত দিয়ে ডেইলি নিউজ এ খবর প্রকাশ করেছে।
এ ব্যাপারে ইস্তাম্বুলের প্রত্নতাত্ত্বিক যাদুঘরের পরিচালক বলেন, ওই কফিনের ভেতর থেকে মৃত ব্যক্তির দেহের হাড় উদ্ধার করা হয়েছে। এরপরই ওই কবরটিকে সংরক্ষণের ব্যবস্থা কর হয়। এদিকে সংস্কৃতি মন্ত্রণালয়ে সূত্রের বরাত দিয়ে হাবারটার্ক জানিয়েছে, খুব শিগগিরই ওই হাড় ও কফিন যাদুঘরে পাঠিয়ে দেওয়া হবে।
প্রত্নতাত্ত্বিক বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, হাড়টির ডিএনএ পরীক্ষা করা হবে। স্যাভ নামের এক কর্মকর্তা বলেন, এই হাড়টি রোমান যুগের। তবে ওই কফিন বা কবরে কোন কিছু লেখা ছিল না।
শিশুটি কি ভূত দেখতে পায় ?? BD News
শিশুটি কি ভূত দেখতে পায় ?? BD News
শিশুটি কি ভূত দেখতে পায় ?? BD News
মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাবামা স্টেটের মনগোমারির বাসিন্দা রায়ান ডালটন। সকাল বেলায় ফুরফুরে মেজাজে তার দু’বছরের বাচ্চা মেয়ে মায়ার ভিডিও করিছিলেন। ঘরে আর কেউ ছিল না বলেই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
মায়াকে তার বসার উঁচু চেয়ারে রেখে ভিডিও করার সময় সে অদ্ভুত কিছু আচরণ করতে থাকে। হাসিখুশি শিশুটির এমন আচরণ দেখে ভয় পেয়ে যান রায়ান। ঘরের এক কোণে সে কোনও কিছুকে দেখাতে চায়। কিন্তু সেখানে কিছুই ছিল না বলে দাবি রায়ানের। এবং এই সময়েই মায়া বলে ওঠে- ‘‘স্পুকি’’, যার বাংলা ‘ভূতুড়ে’।
রায়ান জিজ্ঞেস করেন, কী ভূতুড়ে? সে আধো উচ্চারণে সেই শূন্য জায়গাটা দেখিয়ে আবার বলে- ‘‘ডাডা, স্পুকি’’। রায়ান খানিক হতভম্ব হয়ে যান ও পরে এই ভিডিও তার টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন- ‘‘মায়া খুবই দুষ্টু, পিনাট-বাটার ব্রেড খেতে খেতে সে ‘স্পুকি’ বলে ওঠে’’।
এ ঘটনার পর অনলাইনে অনেকেই রায়ানের সঙ্গে যোগাযোগ করে জানতে চান, ব্যাপারটা কী। রায়ান জানান, যেদিকে মায়া আঙুল তুলে নির্দেশ করছিল, সেখানে কিছুই না থাকায় তিনি ওদিকে ক্যামেরা ঘোরাননি। নিজে অবশ্যই তাকিয়েছিলেন।
পরে সংবাদমাধ্যম ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করলে মায়ার পরিবার জানায়, ‘স্পুকি’ শব্দটি তারা সাধারণত ব্যবহারই করেন না। তবে, মায়ার সঙ্গী ভাই-বোনরা কোনো কিছুতে ভয় পেলে শব্দটা উচ্চারণ করে।
রায়ানকা জানান, তিনি প্যারানর্মালে বিশ্বাস করেন। ছোটবেলায় তিনিও অনেক সময়ে অদ্ভুত কিছু দেখতে পেতেন।
যে রেস্তোরাঁয় নিষিদ্ধ পোশাক পরিধান | BBC News
যে রেস্তোরাঁয় নিষিদ্ধ পোশাক পরিধান | BBC News
যে রেস্তোরাঁয় নিষিদ্ধ পোশাক পরিধান | BBC News
মানুষের সৌন্দর্য্য ও আবরণের বাহন পোশাক। সভ্যতার উৎকর্ষতার সঙ্গে সঙ্গে বৈচিত্র্য এসেছে পোশাকে। মানুষ নিজেকে বন্য দশা থেকে নিয়ে গেছে সভ্যতা শীর্ষ চূড়ায়। বেরিয়ে এসেছে আদিম কালে মানুষের পোশাক-আশাকহীন সংস্কৃতি থেকে। সভ্যতার ছোঁয়ায় পশুর চামড়া দিয়ে নিজেকে আবৃত করেছিল পৃথিবীর সর্বাপেক্ষা বুদ্ধিমান জীবটি। সেই রীতিই ধীরে ধীরে নিয়ে এসেছে পোশাকের ধারণা।
বর্তমান সভ্য জগতের কেউ আর এখন নগ্ন দেহে ঘুরে না। কিন্তু প্যারিসে এমন একটি রেস্তোরাঁর কথা জানা গেছে, যেখানে ঢুকতে গেলে আপনাকে আবার সেই আদিম যুগের মতো পোশাকহীন হতে হবে। অন্যথায় প্রবেশের অনুমতিই মিলবে না সেখানে!
ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, প্যারিসের ওই রেস্তোরাঁর নাম ‘ও নেচার’। একসঙ্গে ৪০ জনের খাওয়ার ব্যবস্থা রয়েছে এই রেস্তোরাঁয়। বাংলাদেশি টাকায় ওই রেস্তোরাঁয় খাবারের দাম শুরু জনপ্রতি ২৫০০ টাকা থেকে।
আর যখনই কেউ রেস্তোরাঁয় ঢুকবেন, তাকে নির্দিষ্ট জায়গায় জামা কাপড় খুলে ভিতরে আসতে হবে। তবে রেস্তোরাঁর ভিতরের কীর্তিকলাপ বাইরের লোকের কাছে গোপনই থাকবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, প্যারিস পৃথিবীর অন্যতম শহর, যেখানে নগ্নতা মুক্তির প্রতীক। সে দেশের অনেকে জায়গাতেই নগ্নতাকে প্রাধান্য দেওয়া হয়। ন্যুড পার্ক, ন্যুড সি বিচ, ন্যুড পুল আগে থেকেই ছিল। এবার নতুন সংযোজন হল ন্যুড রেস্টুরেন্ট।
চার্জে রেখে কথা বলতে গিয়ে মুঠোফোন বিস্ফোরণে তরুণীর মৃত্যু || News 24
চার্জে রেখে কথা বলতে গিয়ে মুঠোফোন বিস্ফোরণে তরুণীর মৃত্যু || News 24
চার্জে রেখে কথা বলতে গিয়ে মুঠোফোন বিস্ফোরণে তরুণীর মৃত্যু || News 24
ভারতে ওড়িশ্যা রাজ্যের খেরিয়াকানি গ্রামে উমা ওরাম (১৮) নামের এক তরুণী কথা বলার সময় মুঠোফোন বিস্ফোরণে প্রাণ হারালেন।
জানা গেছে, দুপুরের খাবার শেষে উমা মুঠোফোনে কল করতে গিয়ে দেখেন চার্জ নেই। তিনি এটি চার্জে দিয়ে একজনের সাথে কথা বলা শুরু করলে ফোনটি বিস্ফোরিত হয়। তিনি আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যদিও এরআগে বিশ্বের বিভিন্ন স্থানে মুঠোফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আইফোন, স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এবার অনলাইনে প্রকাশিত ছবি অনুযায়ী, ফোনটিতে নকিয়া লোগো দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এটি নকিয়া-৫২৩৩ মডেলের ফোন। এই মডেলটি প্রথম ২০১০ সালে বাজারে আসে। এতো পুরাতন মডেলের ফোন কী কারণে বিস্ফোরিত হল, তা এখনো জানা যায়নি। মনে করা হচ্ছে, ফোনটির ব্যাটারি উত্তপ্ত হয়ে বিস্ফোরণ ঘটেছে।
এবার মেকআপরুমে অভিনেত্রীর নাগিন নাচ || News Media Video
এবার মেকআপরুমে অভিনেত্রীর নাগিন নাচ || News Media Video
এবার মেকআপরুমে অভিনেত্রীর নাগিন নাচ || News Media Video
বাংলাদেশি ক্রিকেটার নাজমুল ইসলাম অপুর নাগিন নাচ এখন দেশ-বিদেশে উদযাপনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিনে এই ড্যান্স দিতে দেখা গেছে অনেক খ্যাতনামা ব্যক্তিকেও। তা বাদ যাবেন কেন অভিনয় শিল্পীরা। না, বাদ যাননি তারাও। ক’দিন ধরে সবার মতো তারকাদের ওয়ালে ওয়ালেও নাগিন নাচের চমৎকার সব ভিডিও ঘুরে বেড়াচ্ছেন।
তবে এবারের ব্যাপারটি একটু আলাদা। মেকআপরুমে দলবলে নাগিন গানের সঙ্গে নাচলেন অভিনেত্রী নাবিলা ইসলাম। তার সঙ্গে সমান তালে নাচলেন অভিনেতা সাজ্জাদ রেজা, তরুণ নির্মাতা শহিদ উন নবী, সাথী মাহমুদ। শুটিংয়ের রিহার্সালের ফাঁকে তাদের এমন নাগিন নাচের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে দর্শকরাও বেশ বিনোদিত হচ্ছেন। জানা গেছে, বাংলাদেশ-ভারতের শ্বাসরুদ্ধকর ম্যাচের আগে টাইগারদের প্রতি ভালোবাসা দেখিয়ে তারা এই নাগিন ড্যান্স দেন।
স্বল্প বসনায় ইন্সটাগ্রামে উষ্ণতা ছড়াচ্ছে পাকিস্তানি মডেল || News Media
স্বল্প বসনায় ইন্সটাগ্রামে উষ্ণতা ছড়াচ্ছে পাকিস্তানি মডেল || News Media
স্বল্প বসনায় ইন্সটাগ্রামে উষ্ণতা ছড়াচ্ছে পাকিস্তানি মডেল || News Media
গত বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন পাকিস্তানের মডেল দিয়া আলি। তারপর থেকেই বেশ পরিচিত মুখ তিনি। ইন্সটাগ্রাম রীতিমত কাঁপিয়ে ছবি দেন দিয়া। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় তিনি।
শুধু মিস ওয়ার্ল্ড নয়, মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনালে ‘মিস পারপেচুয়াল’ তকমা পান তিনি। ফিলিপিন্সে ২০১৬ সালে হয় এই প্রতিযোগিতা। তবে তার সাম্প্রতিক কিছু 'বিকিনি' পরিহিত ছবি ভাইরাল হয়েছে।
পাকিস্তানি এই মডেলের বাসস্থান লাহোর। আগামিদিনে আরও বেশি সাফল্য পেতে কঠোর পরিশ্রম করছেন তিনি। পাকিস্তানি হলেও তার জন্ম লন্ডনে। ফিনান্সে এমবিএ করার পর মডেলিংয়ে নিজের ক্যারিয়ার গড়তে শুরু করেন তিনি।
এবছর মিস ইকো ইন্টারন্যাশনালেও পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন তিনি। এপ্রিলে মিশরে অনুষ্ঠিত হবে সেই প্রতিযোগিতা। পাকিস্তানে তিনি একদিন মিস ওয়ার্ল্ড খেতাব নিয়ে যাবেন, এটাই তার স্বপ্ন।
রুশ বিমানবন্দরের রানওয়ে জুড়ে সোনার বার || BBC News
রুশ বিমানবন্দরের রানওয়ে জুড়ে সোনার বার || BBC News
রুশ বিমানবন্দরের রানওয়ে জুড়ে সোনার বার || BBC News
রাশিয়ার ইয়াকুৎসক বিমানবন্দরে দেখা মিলল অদ্ভুত এ দৃশ্য। সেখানে রানওয়ে জুড়ে ছড়িয়ে আছে সোনার বার। জানা যায়, বৃহস্পতিবার একটি বিমান টেক অফের সময় ঘটনাটি ঘটে। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি ও ভিডিও।
জানা গেছে, প্রায় সাড়ে ৯ টন সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতু নিয়ে রাশিয়ার এক শহর থেকে অন্য শহরে নিয়ে যাচ্ছিল একটি কার্গো বিমান। রানওয়ে থেকে আকাশে ওঠার পর হঠাৎ করে খুলে যায় বিমানটির একটি দরজা। হুড়মুড়িয়ে পড়তে থাকে বিশাল বিশাল সোনার বার।
পাইলট ও ক্রুরা বুঝতে পারার আগেই মাটিতে পড়ে যায় ১৭২টি সোনার বার। এগুলোর একেকটির ওজন ২০ কেজি বলে জানিয়েছে রাশিয়া। এই ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। এই সব সোনার মোট মূল্য হবে অন্তত ৩৮০ মিলিয়ন মার্কিন ডলার।
সব সোনাই উদ্ধার করা হয়েছে। পরে বিমানটি সফলভাবে অবতরণ করে।
দীপিকার সাবেক প্রেমিককে সাফল্যের কৃতিত্ব দিলেন রণবীর || Media News Video
দীপিকার সাবেক প্রেমিককে সাফল্যের কৃতিত্ব দিলেন রণবীর || Media News Video
দীপিকার সাবেক প্রেমিককে সাফল্যের কৃতিত্ব দিলেন রণবীর || Media News Video
অল্প বয়সেই সাফল্য পেয়েছেন এমন বলিউড তারাকাদের মধ্যে তিনিই অন্যতম। তবুও সেটা মানতেই চান না রণবীর সিং। তবে সাফল্যের পরও বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার কৃতিত্ব নিজে নিতে চান না রণবীর সিং। তিনি সেই কৃতিত্ব কাকে দীপিকা পাড়ুকোনের পুরানো প্রেমিক রণবীর কাপুরকে।
অবাক হলেও একথা সত্যি। রণবীর সিংয়ের কথায় রণবীর কাপুরের জন্যই তিনি বলিউডে ক্যারিয়ার শুরু করতে পেরেছিলেন। প্রসঙ্গত, রণবীর বলিউডে ডেবিউ করেছিলেন ২০১০ সালে 'যশ রাজ ফিল্মস'-এর 'ব্যান্ড বাজা বারাত' ছবির মাধ্যমে।
রণবীর সিংয়ের কথায়, তার আগে তিনি গত তিন বছর ধরে স্ট্রাগল করছিলেন, কাজ পান নি। হাতে পোর্টফোলিও নিয়ে ঘুরে বেরিয়েছেন। লাভের লাভ হয়নি। তারপর হঠাৎই 'যশ রাজ ফিল্মস'-এর 'ব্যান্ড বাজা বারাত'এ কাজ করার সুযোগ পান। তবে এই ছবির জন্য প্রথমে নাকি অভিনয়ের প্রস্তাব রণবীর কাপুরের কাছে গিয়েছিল। তবে রণবীর কাপুর সেই প্রস্তাব ফিরিয়ে দেন।
আর এরপরই এই ছবির জন্য নতুন মুখ খুঁজছিলেন আদিত্য চোপড়া। আর সেই সুযোগ হাতে আসে রণবীর সিংয়ের। তাই রণবীর সিংয়ের কথায়, রণবীর কাপুর প্রস্তাব না ফেরালে এই সুযোগ তার কাছে আসত না। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন 'পদ্মাবত' অভিনেতা।
রণবীর আরও জানান, তার মেন্টর আদিত্য চোপড়া তাকে সেসময় বলেছিলেন, যে তিনি তথাকথিত সুন্দর যুবক নন, তাই সেই ফাঁকটা তাকে ভালো অভিনয় দিয়েই পূরণ করতে হবে। তাকে সরাসরি কুৎসিত না বলে এইভাবেই তাকে বুঝিয়েছিলেন 'যশ রাজ ফিল্মস'-এর প্রধান আদিত্য চোপড়া। রণবীর সিংয়ের কথায় তার উপর আদিত্য চোপড়া ভরসা রাখার জন্যই তিনি এই জায়গায় পৌঁছতে পেরেছিলেন।
রণবীর বলেন, যদিও সেসময় অনেকেই গুজব ছড়িয়েছিলেন তার বাবা নাকি তাকে অভিনয়ে আনার জন্য টাকা ঢেলেছিলেন, তবে সেকথা পুরোটাই মিথ্যা। তিনি আর আনুশকা শর্মা দুজনেই অডিশনের মাধ্যমেই ফিল্মে কাজ করার সুযোগ পান।
জ্যাকুলিনের 'এক দো তিন' ভাইরাল || News 24
জ্যাকুলিনের 'এক দো তিন' ভাইরাল || News 24
জ্যাকুলিনের 'এক দো তিন' ভাইরাল || News 24
'এক দো তিন'… শুনলেই বলিউডের মনে পড়ে মাধুরী দীক্ষিতকে। ১৯৮৮-এ মুক্তিপ্রাপ্ত 'তেজাব'-এ এই গানের সাথে মাধুরীর নাচ ঢুকে পড়েছে সিনে ইতিহাসে। এবার সেই গানের সাথে নেচে মাধুরীকে ট্রিবিউট জানালেন জ্যাকুলিন ফার্নান্ডেজ।
টাইগার শ্রফ এবং দিশা পাটানির ছবি 'বাঘি ২'-এ দেখা যাবে জ্যাকুলিনের এই নাচ। সদ্য মুক্তি পেয়েছে সেই ভিডিও। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সন্দীপ শিরোদকরের কম্পোজিশনে নতুন এই গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। লক্ষ্মীকান্ত পেয়ারেলালের কম্পোজিশনে আসল গানটি গেয়েছিলেন অলকা যাজ্ঞিক।
এ প্রসঙ্গে জ্যাকুলিন বলেন, ওই গানটায় মাধুরী ম্যামের পারফরম্যান্স দেখার জন্য অপেক্ষা করে থাকতাম। এটা ওর প্রতি আমার ট্রিবিউট। আমি তো কোন ছাড়, কেউই ওর অরিজিনাল পারফরমন্যান্সের ধারে কাছে আসতে পারবে না।
অরিজিনাল ভার্সনের কোরিওগ্রাফ করেছিলেন সরোজ খান। জ্যাকুলিনের কোরিওগ্রাফিও সরোজ করেছেন। তাকে সাহায্য করেছেন গণেশ আচার্য এবং আহমদ খান। সব কিছু ঠিক থাকলে আগামী ৩০ মার্চ মুক্তি পাবে এই ছবি।
'বাহুবলী'র পর এবার 'কাটাপ্পা || News Media
'বাহুবলী'র পর এবার 'কাটাপ্পা || News Media
'বাহুবলী'র পর এবার 'কাটাপ্পা || News Media
'বাহুবলী' ছবির গুরুত্বপূর্ণ চরিত্র কাটাপ্পা। অনেক সময় তাকে নিয়ে আলোচনা ছাপিয়ে গেছে অন্য চরিত্রগুলোকেও। এবার কাটাপ্পার স্থান হতে চলেছে মাদাম তুসোর লন্ডন জাদুঘরে। কাটাপ্পা চরিত্রে অভিনয় করেন তামিল অভিনেতা সত্যরাজ। কাট্টাপ্পা চরিত্রে তাকে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেইভাবেই তার প্রতিমূর্তিটি নির্মাণ করা হবে।
এর আগে মাদাম তুসোর জাদুঘরে স্থান হয় 'বাহুবলী' খ্যাত প্রভাসের। তার প্রতিমূর্তিটি রাখা হয়েছে মাদাম তুসোর ব্যাংকক জাদুঘরে।
মাদাম তুসোর জাদুঘরে ভারতের আরো স্থান পেয়েছেন শাহরুখ খান, সালমান খান, আমির খান, বরুণ ধাওয়ান, হৃত্বিক রোশন, মাধুরী দিক্ষিত, ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর, অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, অনিল কাপুর, আশা ভোঁশলেসহ অনেকে।
তবে তামিল চলচ্চিত্র এমন সম্মাননা পাওয়া বেশ বিরল। তাই মাদাম তুসোতে 'কাট্টাপ্পা' খ্যাত সত্যরাজের ওয়াক্স স্ট্যাচু করার খবর শুনে উচ্ছ্বসিত তামিল চলচ্চিত্র অঙ্গন।
বিমানের ব্ল্যাক বক্স আসলে কি , জেনে নিন ব্ল্যাক বক্স এর আসল তথ্য || BBC News
বিমানের ব্ল্যাক বক্স আসলে কি , জেনে নিন ব্ল্যাক বক্স এর আসল তথ্য || BBC News
বিমানের ব্ল্যাক বক্স আসলে কি , জেনে নিন ব্ল্যাক বক্স এর আসল তথ্য || BBC News
কাঠমুন্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় সোমবার ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৪৯ জন মারা যায়। কর্তৃপক্ষ বলছে, ফ্লাইট ২১১কে রানওয়ের দক্ষিণ দিক থেকে অবতরণ করতে বলা হলেও পাইলট উত্তর দিক থেকে অবতরণ করে।
তবে ইউএস-বাংলা এয়ারলাইন্স নেপালি কর্তৃপক্ষের দাবী অস্বীকার করে বলেছে, কন্ট্রোল টাওয়ার থেকে পাইলটকে ভুল নির্দেশনা দেয়া হয়েছিল।বিমানের 'ব্ল্যাক বক্স' উদ্ধার করা হয়েছে - এটি এমন একটি যন্ত্র যাতে ককপিটের যাবতীয় কথাবার্তা এবং বিমানের কারিগরি তথ্য রেকর্ড করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, 'ব্ল্যাক বক্সে'র তথ্য যাচাই করেই দুর্ঘটনার কারণটি জানা যাবে। ব্ল্যাক বক্স নামে ডাকা হলেও এর আসল নাম হলো ফ্লাইট রেকর্ডার। যেটি বিমান চলাচলের সর্বশেষ সব তথ্য রেকর্ড করে রাখে।
এভিয়েশন বা বিমান নিরাপত্তা বিশ্লেষকরা কিন্তু এটিকে ব্ল্যাক বক্স নামে ডাকেন না, তারা বলেন ফ্লাইট রেকর্ডার। নামে ব্ল্যাক বক্স কিন্তু আসলে কালো কোন বস্তু নয়। বরং এর রং অনেকটা কমলা ধরণের।এটি অত্যন্ত শক্ত ধাতব পদার্থ দিয়ে তৈরি একটি বাক্স, যা পানি, আগুন, চাপ বা যেকোনো তাপমাত্রায় টিকে থাকে।এটি দুইটি অংশের সমন্বয়ে আসলে একটি ভয়েস রেকর্ডার। বিমান চলাচলের সময় সব ধরণের তথ্য এটি সংরক্ষণ করে রাখে।
এর মধ্যে দুই ধরণের তথ্য সংরক্ষিত থাকে। একটি হলো ফ্লাইট ডাটা রেকর্ডার বা এফডিআর, যেটি বিমানের ওড়া, ওঠানামা, বিমানের মধ্যের তাপমাত্রা, পরিবেশ, চাপ বা তাপের পরিবর্তন, সময়, শব্দ ইত্যাদি নানা বিষয় নিজের সিস্টেমের মধ্যে রেকর্ড করে রাখে।
ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) নামের আরেকটি অংশে ককপিটের ভেতর পাইলদের নিজেদের মধ্যের কথাবার্তা, পাইলটদের সঙ্গে বিমানের অন্য ক্রুদের কথা, ককপিট এর সঙ্গে এয়ার কন্ট্রোল ট্রাফিক বা বিভিন্ন বিমান বন্দরের সঙ্গে রেডিও যোগাযোগের কথা রেকর্ড হতে থাকে।
ফলে কোন বিমান দুর্ঘটনায় পড়লে এই ব্ল্যাক বক্সটি খুঁজে বের করাই হয়ে পড়ে উদ্ধারকারীদের প্রধান লক্ষ্য। কারণ এটি পাওয়া গেলে সহজেই ওই দুর্ঘটনার কারণ বের করা সম্ভব হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ ধরণের যন্ত্র তৈরির উদ্যোগ প্রথম নেয়া হয়। তবে সত্যিকারের ব্ল্যাক বক্সের কাজ শুরু হয় ১৯৫০এর দশকের গোড়ার দিকে। অস্ট্রেলীয় সরকারের এয়ারোনটিকাল রিসার্চ ল্যাবরেটরিতে কেমিস্ট ডেভিড ওয়ারেন এটি আবিষ্কার করেন। ১৯৬২ সালের ২৩শে মার্চ প্রথম অস্ট্রেলিয়ার একটি বিমানে পরীক্ষামূলক ভাবে এটির ব্যবহার করা হয়।
এটি অত্যন্ত শক্ত ধাতব পদার্থ দিয়ে তৈরি করা হয়। কয়েকটি লেয়ার দিয়ে এটি এমনভাবে তৈরি করা হয় যে, প্রচণ্ড উত্তাপ, ভাঙচুর, পানি বা প্রচণ্ড চাপের মধ্যেও সেটি টিকে থাকতে পারে।স্টেইনলেস স্টিল বা টাইটানিয়ামের খোলস দিয়ে বক্সের আবরণ তৈরি করা হয়। টিকে থাকার অনেকগুলো পরীক্ষায় পাস করার পরেই ব্ল্যাক বক্সগুলোকে বিমানে সংযোজন করা হয়।
আধুনিক ব্ল্যাকবক্সগুলোয় ২৫ ঘণ্টা পর্যন্ত বিমানের ফ্লাইট ডাটা ধারণ করে রাখতে পারে। এর ভেতর অনেকগুলো মেমরি চিপ পাশাপাশি সাজানো থাকে। এখানে তথ্য সরবরাহ করার জন্য বিমানের বিভিন্ন জায়গায় অনেক সেন্সর লাগানো থাকে।
এসব সেন্সর অনবরত বিমানের গতি, তাপমাত্রা, সময়, ভেতর বাইরের চাপ, উচ্চতা ইত্যাদি বিমানের সামনের দিকে থাকা ফ্লাইট ডাটা অ্যাকুইজিশন ইউনিট নামের একটি অংশে পাঠাতে থাকে। সেখান থেকে সেসব তথ্য চলে যায় ব্ল্যাক বক্সের রেকর্ডারে।
পাইলট, কো পাইলট, ক্রুদের বসার কাছাকাছি জায়গায় অনেকগুলো মাইক্রোফোন বসানো থাকে। তাদের সব কথাবার্তা, নড়াচড়া বা সুইচ চাপা ইত্যাদি সব এসব মাইক্রোফোনে রেকর্ড হতে থাকে। সেগুলো এ্যাসোসিয়েটেড কন্ট্রোল ইউনিট নামের একটি ডিভাইসে পাঠায়। এরপর সেসব তথ্য ব্ল্যাক বক্সে গিয়ে জমা হয়।আসলে বিমান চলাচলের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ব্ল্যাক বক্স তথ্য সংরক্ষণ করে রাখে। মূলত শেষের দিকে তথ্য এটিতে জমা থাকে। একটি নির্দিষ্ট সময় পরপর আগের তথ্য মুছে যেতে থাকে আর নতুন তথ্য জমা হয়। ফলে দুর্ঘটনার ক্ষেত্রে সর্বশেষ তথ্য এটিতে পাওয়া যায়।
ব্ল্যাক বক্সটি পাওয়ার পরেই বিমান দুর্ঘটনা তদন্তকারী, বিমান সংস্থা, এভিয়েশন বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি দল তৈরি করা হয়। সেই সঙ্গে প্রযুক্তিবিদদের সমন্বয়ে তারা ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধারের কাজটি শুরু করেন।বক্সের অবস্থার উপর নির্ভর করে কত তাড়াতাড়ি তথ্য পাওয়া যাবে।
সেটি বেশি ক্ষতিগ্রস্ত হলে অনেক সময় মাসের পর মাসও তথ্য উদ্ধারে সময় লেগে যায়। কারণ বিশেষজ্ঞদের খেয়াল রাখতে হয়, যাতে তথ্য উদ্ধার করতে গিয়ে কিছু মুছে না যায় বা মেমরি চিপগুলো ক্ষতিগ্রস্ত না হয়।
একেকটি ব্ল্যাক বক্সের পাওয়ার বা শক্তির যোগান দেয় দুইটি জেনারেটরের যেকোনো একটি। এসব সোর্স থেকে এই বক্সটি অব্যাহতভাবে শক্তির সরবরাহ পেয়ে থাকে।
অনেকে মনে করেন, আগে এটির রং কালো রঙের ছিল, তাই হয়তো তখন থেকে এর নাম ব্ল্যাক বক্স। আবার অনেকে বলেন, দুর্ঘটনার, মৃত্যু ইত্যাদির কারণে এটিকে ব্ল্যাক বক্স ডাকা হয়।
অনেকের ধারণা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নতুন আবিষ্কৃত যেকোনো ধাতব প্রযুক্তিকে কালো রঙ দিয়ে ঢেকে রাখা হতো। এ কারণেও এটির নাম ব্ল্যাক বক্স হতে পারে।
বৃদ্ধ এই ব্যক্তি কি আদৌ আমিতাভ বচ্চন , ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় || Media News
বৃদ্ধ এই ব্যক্তি কি আদৌ আমিতাভ বচ্চন , ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় || Media News
বৃদ্ধ এই ব্যক্তি কি আদৌ আমিতাভ বচ্চন , ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় || Media News
ভারতীয় এক সংবাদ মাধ্যমে বৃদ্ধ এক ব্যক্তির ছবিকে অমিতাভ বচ্চনের ছবি বলে প্রতিবেদন করেছে। পরে এই ছবিকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। পাশাপাশি বলা হয় অমিতাভ বচ্চনের নতুন ফিল্মের জন্য এই লুক করা হয়েছে যা ফাঁস হয়ে গেছে। তবে ছবির ওই ব্যক্তি বলিউডের বিগ বস অমিতাভ বচ্চন নন। ইনি নাকি একজন আফগান উদ্বাস্তু।
আসলে এই ছবিটি “ঠগস অফ হিন্দোস্তান”-এর চরিত্রে অভিনয় করা অমিতাভ বচ্চনের নয়। এটি একজন সাধারণ মানুষের ছবি। পাকিস্তানে বাস করা এক আফগান রিফিউজির ছবি এটি। সেই ছবিকেই বিগ বি’র আসন্ন ছবির একটি ফটোগ্রাফি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি তারা জানিয়েছে, বিগ বি’র এই ছবি ফাঁস হয়ে গেছে।
ওই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আরও অভিযোগ করা হয় যে, তারা অমিতাভের আসন্ন ওই ফিল্মে অমিতাভের মেকআপ তার পোশাক তার স্টাইল এই সব নিয়েও আলোচনা করে ফেলেছে এই ছবিটি দেখিয়ে। যা কিনা একেবারেই সত্য নয় বলে দাবি করা হয়।
এই ছবিটি তোলেন স্টিভ ম্যাককারি। তিনি তার এই ছবিটি ২০১৮র ২৭ জানুয়ারি ইনস্টাগ্রামে পোস্ট করেন। ফটোগ্রাফার ম্যাককারি তার ইনস্টাগ্রাম পোস্টে সেই ছবির ক্যাপশনে লেখেন, 'এই পোট্রেটটি শাবুজের। এর বয়স ৬৮৷ ইনি পাকিস্তানে বসবাসকারী এক আফগান উদ্বাস্তু। বহু আফগানী কেবলমাত্র একটি নামই ব্যবহার করেন।'
১৯৮৪তে ম্যাককারি ‘আফগান গার্ল’ নামক আইকনিক ফটোগ্রাফি করে বিশ্বের দরবারে ব্যাপক খ্যাতি অর্জন করেন। সেই ফটোগ্রাফি জায়গা পায় ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনে।
ওই সংবাদ মাধ্যম নিউজটিকে বিশ্বাসযোগ্য করার জন্য ম্যাককারির এই ছবি দেখিয়ে বেশ কিছু উদ্ধৃতিও তুলে দেয় বলে অভিযোগ উঠেছে। যেমন মেকআপ আর্টিস্ট জানিয়েছেন- এমনভাবে মেকআপ দেওয়া হয়েছে যাতে অমিতাভ বচ্চনকে কোনোভাবেই চিনতে পারা যাচ্ছে না। বিতর্ক তৈরি হয়েছে এখানেই। ফেক বা নকল রিপোর্ট করা নিয়ে ওই সংবাদ মাধ্যমকে দুষছে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
মাছ খেয়ে মলদ্বারে বিঁধল ১০০ কাঁটা || Hot News Video
মাছ খেয়ে মলদ্বারে বিঁধল ১০০ কাঁটা || Hot News Video
মাছ খেয়ে মলদ্বারে বিঁধল ১০০ কাঁটা || Hot News Video
চীনের সিচুয়ান প্রদেশে এক ব্যক্তির প্রচণ্ড পেট ব্যথা। বিশেষ করে শৌচকর্ম করার সময় প্রবল জ্বালায় অসহ্য হয়ে উঠছিল মানুষটি। তবে ভাবতেও পারেননি, ঠিক কী ঘটেছে! এর পর তিনি বাধ্য হয়ে চিকিৎসকের দ্বারস্থ হলেন। আর তার পরেই বেরিয়ে এলো আসল সত্য।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সিটি স্ক্যানের পরেই জানা যায়, ওই ব্যক্তির মলদ্বারে আটকে রয়েছে প্রায় শ’খানেক মাছের কাঁটা!
এ ব্যাপারে সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের পশ্চিম চীন হাসপাতালের চিকিৎসক হুয়াং জিহিন জানিয়েছেন, মাছের কাঁটা মলদ্বারে আটকানোর ঘটনা ঘটলেও এতগুলো কাঁটা আটকে থাকার ঘটনা আগে কখনও দেখেননি তারা।
তিনি জানিয়েছেন, জটিল অস্ত্রোপচার করে অবশেষে অধিকাংশ কাঁটাই বের করা গেছে। অস্ত্রোপচারে যে ঝুঁকি ছিল, তা জানিয়ে ওই চিকিৎসক বলেন, মলদ্বার যেভাবে ফুলে গিয়েছিল রক্তক্ষরণের মাত্রা বেশি হবে বলেই মনে হচ্ছিল। তবে শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি।
এখনও অবশ্য সব কাঁটা বের হয়নি। তবে ওই চিকিৎসক জানাচ্ছেন, বাকি কাঁটা স্বাভাবিক প্রক্রিয়ায় বেরিয়ে যাবে।
কিন্তু ওই কাঁটা তার মলদ্বারে আটকাল কী করে? জানা যাচ্ছে, ওই প্রৌঢ় দু’টো মাছ সেদ্ধ করে খেয়েছিলেন। তার ধারণা ছিল, মাছের কাঁটা এমনিই গলে যাবে, যেহেতু সেদ্ধ করে খাওয়া হচ্ছে।
ভিড়ের মধ্যে সঙ্গীতশিল্পীর শরীরে হাত || News Media
ভিড়ের মধ্যে সঙ্গীতশিল্পীর শরীরে হাত || News Media
ভিড়ের মধ্যে সঙ্গীতশিল্পীর শরীরে হাত || News Media
অনুষ্ঠানের মধ্যেই শ্লীলতাহানির শিকার হয়েছেন ভারতের দক্ষিণের নামী সঙ্গীতশিল্পী চিন্ময়ী। টুইটারে তার অভিযোগ, 'ভিড়ের মধ্যেই তার শরীরে হাত দিয়ে যৌন হেনস্থা করা হয়।' রবিবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এই সঙ্গীতশিল্পী।
পুলিশে অভিযোগ না জানালেও সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে সরব হন এই সঙ্গীতশিল্পী। মেয়েদের এ ধরনের হেনস্থা বন্ধ করতে সমাজের কীভাবে রুখে দাঁড়ানো উচিত, সেই বার্তাই দিয়েছেন চিন্ময়ী। একই সাথে তার উপলব্ধি, দৈনন্দিন জীবনে অসংখ্য নারী একইভাবে শ্লীলতাহানির শিকার হচ্ছেন।
চিন্ময়ীর মতে, অনেক ক্ষেত্রে পরিচিতদের হাতেই যৌন নিগ্রহের স্বীকার হচ্ছেন নারীরা।
তবে কোন অনুষ্ঠানে এই ঘটনা ঘটছে, তা নির্দিষ্ট করে জানানি চিন্ময়ী। টুইটারে তিনি লিখেছেন, দীর্ঘদিন পরে ফের একটি অনুষ্ঠানে গিয়ে ভিড়ের মধ্যে আমার গায়ে হাত দিয়ে হেনস্থা করা হলো। ইনস্টাগ্রামে এই ঘটনা শেয়ার করতে গিয়ে বুঝতে পারলাম ছোটবেলাতেই কীভাবে পরিচিতদের হাতেই নিগ্রহের স্বীকার হয় মেয়েরা।
অনেক সময়ে যে মেয়েরা হেনস্থার শিকার হন, তাদের পোশাক, চরিত্র নিয়েই অনেক সময় প্রশ্ন তোলা হয়। মেয়েদের পাল্টা দোষারোপ করার এই প্রবণতা বন্ধ করারও আর্জি জানিয়েছেন এই সঙ্গীতশিল্পী।
টুইটারে অবশ্য তিনি নিজেই জানিয়েছেন, নিজের এই হেনস্থা নিয়ে পুলিশে কোনও অভিযোগও জানাননি তিনি। কারণ অজ্ঞাত পরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েও কোনও লাভ নেই বলে মনে করেন চিন্ময়ী।
দক্ষিণের জনপ্রিয় গায়িকা চিন্ময়ী বলিউডে 'চেন্নাই এক্সপ্রেস' (২০১৩), 'হসি তো ফসি' (২০১৪)-র মতো বেশ কয়েকটি ছবির জনপ্রিয় গান গেয়েছেন।
পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌর ঝড় || Breaking News
পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌর ঝড় || Breaking News
পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌর ঝড় || Breaking News
পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌর ঝড়। আগামী ১৮ তারিখ পৃথিবীর দিকে আছড়ে পড়বে ঝড়টি। এমনটাই আশঙ্কাবাণী জানিয়েছেন রুশ বিজ্ঞানীদের একটি দল। তাদের দাবি, ওই ঝড় পৃথিবীর ম্যাগনেটোস্ফেয়ার বা চুম্বকমণ্ডল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যার জেরে ব্যাপকভাবে ক্ষতি হবে টেলি যোগাযোগ।
ব্যাপক ক্ষতির মুখে পড়বে রেডার ব্ল্যাকআউট, রেডিও নেভিগেশন সিস্টেমসহ বিভিন্ন চৌম্বকীয় বা তড়িৎ-চৌম্বকীয় মাধ্যম নির্ভরশীল যন্ত্রপাতি। ফলে, এখন থেকে সাবধানতা নেওয়ার জন্যে বলা হয়েছে।
তবে, রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্স-এর বিজ্ঞানীদের দাবি, কিছু কিছু সৌর-ঝড় মানুষসহ বিভিন্ন জীবের ক্ষতিও করে। যেমন—রক্ত চলাচল, রক্তচাপ ও শরীরে অ্যাডরেনালিনের সক্রিয়তায় প্রভাব পড়ে।
রুশ বিজ্ঞানীদের দাবি, ভয়ঙ্কর এই ঝড়ের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের মাথাব্যথা, ঝিমুনি এবং ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। সেক্ষেত্রেও মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানীরা।
বিডি প্রতিদিন/১৩ মার্চ ২০১৫/এনায়েত করিম
জলহস্তীর কাছে শারীরিক নির্যাতনের শিকার এক নারী || News 24
জলহস্তীর কাছে শারীরিক নির্যাতনের শিকার এক নারী || News 24
জলহস্তীর কাছে শারীরিক নির্যাতনের শিকার এক নারী || News 24
আগের দিন রাতে প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত হয়েছিল এলাকা। তাই দ্রুত দোকান বন্ধ করে বাড়ির ফিরছিলেন এক নারী। কিন্তু মাঝ পথেই তিনি বুঝতে পারেন কেউ তার পিছু নিয়েছে। কিছু বুঝে ওঠার আগেই সেই দুষ্কৃতী ঝাঁপিয়ে পড়ে তার ওপরে। কিন্তু এই ‘দুষ্কৃতী’ আর যে সে দুষ্কৃতী নয়, এক জলহস্তীর কাছে শারীরিক নির্যাতনের শিকার হলেন সেই নারী।
খবর অনুযায়ী, ফ্রান্সের প্যারিসে জিওলজিক্যাল পার্কে খুব বৃষ্টির জেরে এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। সেই সময়ে একটি গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয় পার্কের প্রবেশ দ্বার। সেই ফাঁকে একটি জলহস্তী পালিয়ে যায়।
জানা গেছে, সেই পার্কেই একটি বেকারির দোকান রয়েছে গেরালডিন বাউডিন নামে এক নারীর। তার অভিযোগ, জলহস্তী পালানোর পরের দিন আক্রান্ত হন তিনি। রাতে বাড়ি ফেরার সময়ে একটি জলহস্তী আচমকা তার উপরে ঝাপিয়ে পড়ে।
সেই নারীর আরও অভিযোগ, জলহস্তীটি তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল। পরে কোনও ক্রমে সেই জলহস্তীর হাত থেকে রক্ষা পান তিনি।
শেষ পাওয়া খবর অনুয়ায়ী পরে জলহস্তীটিকে খুঁজে পেয়ে ফের পার্কে নিয়ে আসা হয়েছে। আক্রান্ত ওই নারীর ওজন প্রায় ৪০০ পাউন্ড। রাতের অন্ধকারে বাউডিনকে নারী জলহস্তী ভেবেই তার উপরে নির্যাতন চালিয়েছে বলে মনে করছেন অনেকে।
মন্দিরের 'দান বাক্স' থেকে বেরিয়ে এল আইফোন ৬ এস || News 24
মন্দিরের 'দান বাক্স' থেকে বেরিয়ে এল আইফোন ৬ এস || News 24
মন্দিরের 'দান বাক্স' থেকে বেরিয়ে এল আইফোন ৬ এস || News 24
ভারতের অন্ধ্র প্রদেশের এক মন্দিরের প্রণামী বা দান বাক্স থেকে বেরিয়ে এল মোবাইল ফোন। তাও আবার যে সে ফোন নয়। সেই ফোন হালের অন্যতম দামি আইফোন ৬এস।
জানা গেছে, চলতি সপ্তাহে অন্ধ্রের কৃষ্ণা জেলার সুব্রহ্মণ্যম স্বামী মন্দিরের প্রণামী বাক্সে এক ভক্ত রেখে গেলেন সেই মোবাইল ফোন। গতকাল রবিবার সপ্তাহ শেষে সেই বাক্স খুলতেই অবাক মন্দির কর্তৃপক্ষ। বেরিয়ে এল ঝকঝকে একটি আইফোন ৬ এস।
এই ধরনের ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে এবার সমস্যায় পড়েছেন মন্দির কর্তৃপক্ষ। কী হবে সেই দামি প্রণামী নিয়ে। বাধ্য হয়েই মন্দির কর্তৃপক্ষ এখন সরকারকে চিঠি লিখেছে। তবে মন্দিরের পক্ষ থেকে জানা গেছে, এমন ধরনের কোনও জিনিস প্রণামী বাক্সে পড়লে তা মাটিতে পুঁতে ফেলা হয়।
বিজয়ওয়াড়া থেকে ৬৫ কিলোমিটা দূরে সুব্রহ্মণ্যম স্বামী মন্দির। সাধারণভাবে চোখ, কানের কোনও অসুখ সারনোর জন্য ভক্তরা এই মন্দিরে এসে মানত করেন।
শাকিব অপু আর স্বামী স্ত্রী নন || BD Media
শাকিব অপু আর স্বামী স্ত্রী নন || BD Media
শাকিব অপু আর স্বামী স্ত্রী নন || BD Media
চিত্রনায়ক শাকিব খান-অপু ব্শ্বিাস আর স্বামী-স্ত্রী নন। ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ তাদের সমঝোতা করিয়ে দিতে নিয়মানুযায়ী তিনটি শুনানির আয়োজন করেছিল। যার শেষটি হওয়ার কথা ছিল আজ ১২ মার্চ। কিন্তু শাকিব কোনোটাতেই অংশ নেননি। অপু বিশ্বাস প্রথমটি এসেছিলেন। কিন্তু সমঝোতার পথ বন্ধ হয়ে গেছে বুঝে বিচ্ছেদ মেনে নেন। ডিএনসিসির মতে, আজ সোমবারই বিচ্ছেদ হয়ে গেছে শাকিব-অপুর।
ঢালিউডের দর্শকনন্দিত জুটি শাকিব-অপুর দেখা হয় ২০০৬ সালে এফ আই মানিকের ‘কোটি টাকার কাবিন’ ছবির সেটে। ২০০৮ সালের ১৭ এপ্রিল সোহানুর রহমান সোহানের ‘কথা দাও সাথী হবে’ ছবিতে কাজ করার সময় অপুকে বিয়ের প্রস্তাব দেন শাকিব। ১৮ এপ্রিল শুক্রবার বিয়ে হয় তাদের। অপু বিশ্বাস থেকে হয়ে যান অপু ইসলাম খান।
কলকাতার একটি ক্লিনিকে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় শাকিব-অপুর জুটির একমাত্র সন্তান আবরাম খান জয়ের। দীর্ঘ সময় ধরে বিয়ে-সংসার-সন্তানের বিষয়গুলো লুকিয়ে রেখেছিলেন তারা। ২০১৭ সালের ১০ এপ্রিল সন্তান নিয়ে জনসমক্ষে আসেন অপু। বিষয়টি ভালোভাবে নেননি শাকিব। একই বছরের ২২ নভেম্বর শাকিব তালাকের চিঠি পাঠান অপুকে।
যে নদীতে ডুব দিলেই হয়ে যাবেন কঙ্কাল ||Breaking News
যে নদীতে ডুব দিলেই হয়ে যাবেন কঙ্কাল ||Breaking News
যে নদীতে ডুব দিলেই হয়ে যাবেন কঙ্কাল ||Breaking News
পৃথিবীর শোভা ও সৌন্দর্য্যের এক অনন্য সৃষ্টি নদী। সেই বহমান নদী মানেই ঝাঁপিয়ে পড়া, সাঁতার কাটা। শৈশবের এমন মজার স্মৃতি আছে অনেকরই। কিন্তু যদি এমন হয় যে, আপনি নদীতে ডুব দিলেন আর ভেসে উঠার পর আপনার গায়ে শুধু হাড়গুলো ছাড়া কিছুই নেই! তাহলে ব্যাপারটা কেমন হবে?
স্পেনে এমনই একটি ভয়ঙ্কর নদী আছে, যেখানে ডুব দিলে কঙ্কাল হয়ে উঠতে হবে। রিও টিনটো নামের এ নদীর পানি অত্যন্ত আম্লিক (এসিডিক) (pH-1.7-2.5) এবং ভারী ধাতু সমৃদ্ধ। নদীর পানিতে রয়েছে প্রচুর ফেরিক আয়রন। স্পেনের দক্ষিণ পশ্চিম দিয়ে বয়ে যাওয়া এ নদীটির উৎস আন্দালুসিয়া পর্বতে। এ নদীটি মাইন খননের সময় উৎপন্ন হয়েছে।
জানা গেছে, প্রায় পাঁচ হাজার বছর ধরে এখান থেকে কপার তোলা হয়েছে। এই মাইনটির ব্যাপ্তি এতোটাই ব্যাপক যে এর আশেপাশের গ্রামগুলোকে অন্যত্র সরিয়ে ফেলতে হয়েছে। এমনকি নদীটি বেশ কয়েকটি আস্ত পাহাড়কেও গ্রাস করেছে।
এই খননের প্যাটার্ন অর্থাৎ নদীটি এতোটাই দৃষ্টি নন্দিত যে দেখলে মনে হবে আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় আছেন। তবে যতই সুন্দর হোক, এটাকে স্পর্শ করা যায় না।
দুঃখ নিয়ে মারা গিয়েছেন, চাঞ্চল্যকর তথ্য দিলেন শ্রীদেবীর মামা || Media News
দুঃখ নিয়ে মারা গিয়েছেন, চাঞ্চল্যকর তথ্য দিলেন শ্রীদেবীর মামা || Media News
দুঃখ নিয়ে মারা গিয়েছেন, চাঞ্চল্যকর তথ্য দিলেন শ্রীদেবীর মামা || Media News
বলিউডের সদ্য প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তার মামা বেণুগোপাল রেড্ডি। সম্প্রতি আইড্রিম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা শুনেছিলাম কয়েকটা ছবিতে বনি কাপুরের বিপুল আর্থিক ক্ষতি হয়েছিল। সেটা পূরণ করতে তিনি শ্রীদেবীর সম্পত্তি বিক্রি করে দিয়েছিলেন। এই দুঃখটা ওর ছিলই। ও কিন্তু শান্তিতে ছিল না। তবুও ও সব সময় হাসিমুখেই থাকত। সেই দুঃখটা নিয়েই চলে গেল।
বেণুগোপাল আরও বলেছেন, বনি একটি ছবি প্রযোজনা করেন, যেটি মুক্তি পায়নি। তখন থেকেই তাদের আর্থিক সমস্যা শুরু হয়। স্বামীর ধার মেটাতে নিজের সম্পত্তি বিক্রি করে দেন শ্রীদেবী। বেণুর দাবি, মূলত এই আর্থিক সমস্যার কারণেই ফের অভিনয় শুরু করেন শ্রী।
বেণুগোপালের এই বিস্ফোরক সাক্ষাৎকারের পর বিভিন্ন প্রশ্ন উঠছে। সত্যিই কি ‘ইংলিশ ভিংলিশ’-এ শ্রীদেবীর কামব্যাক ছিল আর্থিক সমস্যা মেটাতে? নাকি অভিনয়ের খিদে থেকেই তিনি বেছে নিয়েছিলেন ক্যারিয়ারের সেকেন্ড ইনিংস? এ নিয়ে শ্রীদেবীর পরিবারের কেউ এখনও পর্যন্ত কেউ মুখ খোলেননি। তবে শ্রীদেবীর মৃত্যুর পর প্রকাশ্যে আসা এ সব তথ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলিউডে।
জানেন কি 'বলিউড বাদশা' শাহরুখের সম্পত্তির পরিমাণ কত || BBC News
জানেন কি 'বলিউড বাদশা' শাহরুখের সম্পত্তির পরিমাণ কত || BBC News
জানেন কি 'বলিউড বাদশা' শাহরুখের সম্পত্তির পরিমাণ কত || BBC News
পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে ধনী সিনে তারকা তিনি। আর্থিক সাফল্যের দিক থেকে হলিউড তারকা টম হ্যাঙ্কস, জনি ডেপ, জ্যাক নিকলসনকেও পিছনে ফেলে দিয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান। আয়ের অঙ্কে কত এগিয়ে তিনি বাকিদের থেকে সেই হিসাব জানা গেছে সম্প্রতি।
জানা গেছে, আনুমানিক ৫০০০ কোটি টাকার সম্পত্তির মালিক কিং খান! ভারতীয় ছায়াছবির এই অন্যতম জনপ্রিয় তারকার বার্ষিক আয় প্রায় ২৫৬ কোটি টাকা। কিং খানের বাড়ি ‘মান্নাত’র বর্তমান মূল্য ২০০ কোটি টাকা। অভিনেতার আগে এই বাড়িতে কিকো গাঁধী নামে এক জন পার্সি থাকতেন। ১৯৯৫ সালে ১৫ কোটি টাকায় সেই বাড়িটি কিনে নেন শাহরুখ। দুবাইয়ে ‘পাম জুমেইরা’ নামে তার আরও একটি বাড়ি রয়েছে। এছাড়া লন্ডনে ১৩০ কোটি টাকার আরেকটি বাড়িও আছে কিং খানের।
১৯৯৯ সালে ‘ড্রিমস আনলিমিটেড’ নামে একটি প্রোডাকশন হাউস শুরু করেন শাহরুখ। তিনটি ছবির প্রযোজনা করার পর ২০০৩ সাল সেই প্রোডাকশন হাউসের নাম বদলে ‘রেড চিলি এন্টারটেনমেন্ট’’ রাখেন তিনি। পরে বাদশা খানের স্ত্রী গৌরী খান এই প্রোডাকশন হাউসের দায়িত্ব নিয়ে নেন।
এছাড়া ২০০৮ সালে আইপিএল শুরু হলে অভিনেত্রী জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহেতার সঙ্গে মিলে ‘কলকাতা নাইট রাইডার্স’ কিনেছিলেন শাহরুখ। মাত্র এক বছরের মধ্যেই সেই ক্রিকেট দলের মূল্য দাঁড়ায় প্রায় ৩০০ কোটি টাকা। বর্তমানে ‘আইপিএল’র সবচেয়ে ধনী দলের অন্যতম হল ‘কেকেআর’।
দামি গাড়ির বিষয়েও অন্যান্য তারকাদের টক্কর দিচ্ছেন শাহরুখ। তার গাড়ির তালিকায় রয়েছে বিএমডাবলু সেভেন সিরিজ, রোলস রয়েস ফ্যালটম ড্রপহেড কুপ, বেন্টলি কন্টিনেন্টাল জিটি ল্যান্ড ক্রুজার-সহ পৃথিবীর আনুমানিক সর্বোচ্চ দ্রুতগামী গাড়ি বুগাটি ভ্যেরনও। এছাড়া মুম্বাইয়ে প্রায় ১৫০ কোটি টাকার স্থাবর সম্পত্তিও রয়েছে বাদশা খানের।
কিশোরের প্রাণ কেড়ে নিল মাত্র তিনটি প্রশ্ন || BD NEWS
কিশোরের প্রাণ কেড়ে নিল মাত্র তিনটি প্রশ্ন || BD NEWS
কিশোরের প্রাণ কেড়ে নিল মাত্র তিনটি প্রশ্ন || BD NEWS
তিনটি প্রশ্ন। সেই তিনটি প্রশ্নের মোট নম্বর ৯। উত্তর দিতে পারেনি ক্লাসের মেধাবি ছাত্র। উত্তর ছেড়ে আসার বিষন্নতাই গ্রাস করছিল তার মনে। তার কিছুক্ষণ পরেই আত্মহত্যা করল সেই কিশোর।
খবর অনুযায়ী, ভারতের মোহালির বাসিন্দা দ্বাদশ শ্রেণির এক পড়ুয়া বোর্ডের পরীক্ষা দিয়ে এসেই আত্মহত্যা করে। তদন্তে নেমে সেই পড়ুয়ার আত্মহত্যার কারণ জানতে পরেই চমকে ওঠে পুলিশ।
জানা গেছে, পদার্থবিদ্যা পরীক্ষায় করণবীর সিংহ নামে সেই ছাত্র তিনটি প্রশ্নের উত্তর দিতে পারেনি। তার পরে ক্রমশ অবসাদে ভুগছিল সে। এ পরেই গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে বলে দাবি তার পরিবারের।
পরিবারের আরও দাবি, স্কুলে দশম শ্রেণির পরীক্ষায় ভাল ফল করেছিল করণবীর। সম্প্রতি আইআইটি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছিল সে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সামান্য তিনটি প্রশ্নের উত্তর না দেওয়ার জেরে করণবীরের জীবনঘাতী সিদ্ধান্তের কথা ভেবে অবাক হয়ে যাচ্ছেন পরিবারে সদস্যরা।
আকাশে বিরল মেঘের দৃশ্য নিয়ে হইচই সোশ্যাল মিডিয়ায় || BD News
আকাশে বিরল মেঘের দৃশ্য নিয়ে হইচই সোশ্যাল মিডিয়ায় || BD News
আকাশে বিরল মেঘের দৃশ্য নিয়ে হইচই সোশ্যাল মিডিয়ায় || BD News
আকাশে অবিকল ঘোড়ার ক্ষুরের আকৃতির মেঘ। এমন আশ্চর্য আকৃতির মেঘ দেখে যে কেউই অবাক হয়ে যাবেন। অনেকে ভাবতে পারেন ফোটোশপে করা কোনও কারসাজিতেই হয়তো বানানো হয়েছে এই ‘নকল’ মেঘ। কিন্তু ঘটনা হল, তেমনটা মোটেই নয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্য নেভাডার আকাশে সত্যিই দেখা মিলেছে এমন মেঘের। তবে নিঃসন্দেহে এই ধরনের আকৃতির মেঘ অত্যন্ত বিরল। জানা যাচ্ছে, ‘দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস ইন এলকো’র তরফ থেকে টুইট করা হয় এই মেঘের ছবি। ছবিটি তুলেছেন জনৈক ক্রিস্টি গ্রিমস।
স্বাভাবিক ভাবেই এমন একটা ছবি দেখে কল্পনাবিলাসী মানুষরা বলতে শুরু করেছেন এ নিশ্চয়ই ভিনগ্রহীদের কারসাজি। হয়তো এটা তাদেরই মহাকাশযান বা ইউফো। যদিও সেই সংস্থার পক্ষে স্পষ্ট জানানো হয়েছে, এমন মেঘ কী করে সৃষ্টি হয়। তারা জানাচ্ছে, আসলে হাওয়ার ওলট পালটই এর জন্য দায়ী। বাতাসের ঘূর্ণির ফলেই এমন অশ্বক্ষুরাকৃতি মেঘের দেখা মেলে আকাশে।
তবে নেভাডার আকাশে এমন মেঘ দেখে সেখানকার অনেকে আবার একে সৌভাগ্যের প্রতীক বলে ভাবছে। তাদের ধারণা, যারা ওই মাটি থেকে ওই আশ্চর্য মেঘকে প্রত্যক্ষ করেছে, তারা বিশেষ সৌভাগ্যের অধিকারী হবে।
বোনের নীরাবতায় শ্রীদেবীর মৃত্যু রহস্যে নতুন মোড় || BBC News
বোনের নীরাবতায় শ্রীদেবীর মৃত্যু রহস্যে নতুন মোড় || BBC News
বোনের নীরাবতায় শ্রীদেবীর মৃত্যু রহস্যে নতুন মোড় || BBC News
শ্রীদেবীর মৃত্যু রহস্যে নতুন মোড়। শ্রীদেবীর মৃত্যু নিয়ে নানান প্রশ্ন উঠে এলেও অদ্ভুতভাবে শ্রীদেবীর বোনসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের নীরাবতা। এবার সেই প্রশ্নই নতুন করে ফের উঠে আসছে।
সূত্রের খবর, শ্রীদেবীর মৃত্যুর আগে, এমনকি বনি কাপুরও হোটেলে পৌঁছানোর আগে অভিনেত্রীর সঙ্গে দেখা করেছিলেন তার একমাত্র বোন শ্রীলেথা। তবে শ্রীদেবীর মৃত্যুর পর থেকে একটি বারের জন্যও দেখা মেলেনি তার। অদ্ভুতভাবে তিনি অভিনেত্রীর মৃত্যুর পর থেকে অদৃশ্য রয়েছেন।
জানা গেছে, শ্রীদেবীর মৃত্যু নিয়ে শ্রীলেথাকে কাপুর পরিবারের পক্ষ থেকেই চুপ থাকতে বলা হয়েছে। এমনকি তার নামে নাকি অভিনেত্রীর চেন্নাইয়ের বাংলোটি লিখে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন বনি কাপুর।
এদিকে জানা যায়, এককালে শ্রীদেবীর সঙ্গে শ্রীলথার সম্পর্ক ভীষণই ঘনিষ্ঠ ছিল। তবে ৯ এর দশকে সিনেমা জগতে ক্যারিয়ার শুরুর পর বোনের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সম্পর্ক তিক্ত হয় শ্রীর। পরবর্তীকালে ২০১৩ সালে ফের জোড়া লাগে দুই বোন শ্রীদেবী-শ্রীলেথার সম্পর্ক।
অন্যদিকে রবিবারই চেন্নাইতে বনি কাপুরের তরফে শ্রীদেবীর উদ্দেশ্যে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন শুধুমাত্র শ্রীদেবীর ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু-বান্ধবরা। তবে সেখানে অভিনেত্রীর বোন শ্রীলেথা থাকবেন কিনা জানা নেই।
দেহ দাহ করার পরে জীবিত অবস্থায় বাড়িতে হাজির মৃত ব্যক্তি || BBC News
দেহ দাহ করার পরে জীবিত অবস্থায় বাড়িতে হাজির মৃত ব্যক্তি || BBC News
দেহ দাহ করার পরে জীবিত অবস্থায় বাড়িতে হাজির মৃত ব্যক্তি || BBC News
মৃতদেহ শনাক্ত করে সেই দেহ দাহ করার পরে মৃত ব্যক্তি জীবিত অবস্থায় বাড়িতে হাজির হলেন। আর তাই দেখে বাড়ির সদস্য থেকে শুরু করে পুলিশ পর্যন্ত সবার চক্ষু চড়কগাছ। আর এই অবাক করা ঘটনাটি ঘটেছে পশ্চিমবং রাজ্যের জলপাইগুড়ির মাল ব্লকের ক্রান্তিতে। ঘটনায় এলাকায় অত্যন্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
শনিবার গলায় ফাঁস লাগানো অবস্থায় মালবাজার মহকুমার ওদলাবাড়ি বাজার থেকে গিরেন রায় (৫৪) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে মালবাজার পুলিশ। মৃতের দুই ছেলে সঞ্জিত রায় (২৭) ও বিশ্বজিৎ রায় (২৪)সহ বাড়ির অন্যান্য সদস্য এসে তার দেহ শনাক্ত করেন।
গিরেন রায়ের বাড়ি ক্রান্তির রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হাসখালি এলাকায়। ছেলেরা জানান, তাদের বাবার গত চার বছর ধরে মানসিক সমস্যা ছিল। কখনও বাড়িতে থাকতেন, কখনও বাইরে চলে যেতেন। গতকালই জলপাইগুড়িতে ময়নাতদন্তের পরে, কাঠাম বাড়ি এলাকায় বাবার মৃতদেহ সৎকার করেন ছেলেরা।
সব ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ শনিবার ক্রান্তি এলাকার মানুষ দেখতে পান গিরেন রায় বাজারে ঘুরে বেড়াচ্ছেন। আর এতেই হতবাক এলাকার মানুষ। যে ব্যক্তিকে শুক্রবার রাতে শ্মশানঘাটে জ্বালিয়ে সৎকার করা হল, সেই ব্যক্তি আবার বাজারে কীভাবে ঘুরে বেড়াচ্ছেন।
প্রথমে এলাকার মানুষ ভয় পেয়ে যান। তার পরে কয়েক জন যুবক তাকে তার বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে আসা মাত্রই ছেলে সঞ্জিত, বিশ্বজিৎ-সহ বাড়ির লোকেরা ঘাবড়ে যান। রবিবার সকাল থেকে গিরেন রায়কে দেখতে ভিড় করেন এলাকার মানুষ। আসে ক্রান্তি ফাঁড়ির পুলিশও।
দুই ছেলে সঞ্জিত ও বিশ্বজিৎ'র বক্তব্য, যিনি জীবিত অবস্থায় বাড়িতে এসেছেন, তিনিই তাঁদের বাবা। আর এই ব্যাপারে কোনও সন্দেহ নেই। তবে সেই দুই ছেলে জানিয়েছেন, যার সৎকার করা হয়েছে তার জন্য তারা তিন দিন নিয়ম অনুয়ায়ী শ্রাদ্ধের কাজ করবেন।
বাজারে এখন বিড়াল মাছ বিক্রেতা || Most Funny News
বাজারে এখন বিড়াল মাছ বিক্রেতা || Most Funny News
বাজারে এখন বিড়াল মাছ বিক্রেতা || Most Funny News
বিড়াল দিচ্ছে মাছের পাহারা! এমন দেখেছেন কখনও? বিড়াল আর মাছের এই বন্ধুত্ব দেখতে পাবেন ভিয়েতনামের হে ফং মাছ বাজারে। এই গম্ভীর বিড়ালই এই বাজারের অন্যতম জনপ্রিয় ফিস ভেন্ডার! গম্ভীর মুখে সদা ব্যস্ত মাছের পাহারায়। দেখতে গম্ভীর হলেও বিষয়টা কিন্তু খুব মিষ্টি। আর তাই এখন হেডলাইনে বিড়াল ‘ডগ’।
আসলে এই বিড়ালটার নামটাই ডগ। বয়স তিন বছর। ভিয়েতনামের মাছ ব্যবসায়ী লি ফঙের কাছেই ছোট থেকে রয়েছে ডগ। লি ফং জানান, কুকুর যেভাবে মুখ হাঁ করে এবং জিভ বার করে শ্বাস-প্রশ্বাস নেয়, এই বিড়ালটিও অনেকটা তেমনই করে। সে কারণেই তার নাম ডগ।
পোশাক এবং হাবেভাবে আগাগোড়া পোক্ত ব্যবসায়ী। ঠিক যেন এক হাত পিছনে রেখে দু’পায়ে সারা মাছ বাজার হেঁটে তদারকি করছে সে। মাঝেমধ্যে মাছ ছাড়াও মাংস এবং সবজি বিক্রি করতেও দেখা যায় তাকে।
পোশাক এবং হাবেভাবে আগাগোড়া পোক্ত ব্যবসায়ী। ঠিক যেন এক হাত পিছনে রেখে দু’পায়ে সারা মাছ বাজার হেঁটে তদারকি করছে সে। মাঝেমধ্যে মাছ ছাড়াও মাংস এবং সবজি বিক্রি করতেও দেখা যায় তাকে।
ডগকে নিয়ে এখন তুমুল ব্যস্ত লি। একদিকে চিত্রগ্রাহকদের হুড়োহুড়ি আর অন্যদিকে বিড়াল মহলে ডগের মহিলা ফ্যান, সামলাতে প্রায় কালঘাম ছুটে যায় তার। হবে নাই বা কেন? চোখে সানগ্লাস, মাথায় টুপি আর পরনে এমন একটা রাজকীয় পোশাক ডগের ‘ব্যক্তিত্ব’ যে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে।
ডগের একটা নিজস্ব ইনস্টাগ্রাম পেজ রয়েছে। যার প্রোফাইল নাম ডগ১৫০১। তাতে গার্লফ্রেন্ডের সঙ্গে ছবিও পোস্ট করে ডগ।
শাকিব খান সর্ম্পকে এ কি বললেন শুভশ্রী || News 24
শাকিব খান সর্ম্পকে এ কি বললেন শুভশ্রী || News 24
শাকিব খান সর্ম্পকে এ কি বললেন শুভশ্রী || News 24
জয়দীপ মুখার্জী পরিচালিত মুক্তির অপেক্ষায় থাকা 'চালবাজ' ছবিতে শাকিব খান সবকিছুর মধ্যেই টাকার ডিল(চুক্তি) করে বলে জানিয়েছেন ছবিটির নায়িকা শুভশ্রী গাঙ্গুলী।
রবিবার শুভশ্রীর একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এবেলা। সেখানে ছবিটির কাহিনী নিয়ে করা প্রশ্নের জবাবে একথা জানান কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী।
শুভশ্রী বলেন, ''খুব মজার একটা গল্প। সেটা ছবির নাম শুনেই বুঝতে পারছেন। ছবির হিরো শাকিব খান পুরো ছবি জুড়ে নানা ‘চালবাজি’ করতে থাকে। এর পেছনে কোনো নোংরা অর্থ নেই। আসলে ও(শাকিব) সবকিছুর মধ্যেই টাকার ডিল করে! মানে ধরুন, আমি বললাম— আমাকে একটা জায়গায় পৌঁছে দিতে পারবেন? উত্তরে সে বলবে, পৌঁছে দিতে পারি, কিন্তু আমাকে এতো টাকা দিতে হবে। আর আমার চরিত্রটা খুব অ্যাম্বিশাস এক মেয়ের। যে বিয়ে করবে না বলে লন্ডনে পালিয়ে যায়। সে চায় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করতে। ছেলেটি ও মেয়েটি একে অপরের সঙ্গে ফেঁসে যায়। সব মিলিয়ে দারুণ একটি ছবি।''
এ সময় শাকিবকে নিয়ে শুভশ্রী বলেন, ''ব্যক্তিগত জীবনে শাকিব অসম্ভব শান্ত। কাজের প্রতি অসম্ভব ডেডিকেটেড। ও এতো কম কথা বলে, আপনি ভাবতেও পারবেন না! আপনি যদি ওর সঙ্গে ১০০টা কথা বলেন, ও উত্তরে হয়তো পাঁচটা কথা বলবে।''
গত ৬ মার্চ পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেছেন শুভশ্রী। এ প্রসঙ্গে নায়িকা বলেন, ''বিয়ে করার ইচ্ছেটা আমার দীর্ঘদিনের। প্ল্যান করে, ক্যারিয়ারে অমুক পর্যায়ে পৌঁছে বিয়ে করবো— এই ব্যাপারগুলো কোনোদিনই আমার মধ্যে ছিলো না। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ যে, জীবনে ওর (রাজ চক্রবর্তী) মতো একজন মানুষকে পেয়েছি।''
আলুর জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যা || News 24
আলুর জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যা || News 24
আলুর জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যা || News 24
গরম গরম আলুভাজা সবার ভীষণ প্রিয়। কিন্তু সেই আলুভাজার জন্যই যে এমন মর্মান্তিক কিছু ঘটে যাবে, তা বোধহয় কেউ দুঃস্বপ্নেও ভাবেনি। আলুভাজার জন্য আত্মঘাতী হল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের।
ডায়মন্ড হারবারের মালঞ্জ গ্রামের বাসিন্দা কিশোরী পল্লবী খামারু। নেতড়া হাইস্কুল থেকে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল সে। এদিন সকালে ঘরের মধ্যে থেকেই পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পল্লবীর পরিবারের সকালের খাবার বলতে ছিল পান্তা আর সঙ্গে গরম গরম আলুভাজা। জানা গেছে, রবিবার সকালে পান্তার সঙ্গে সেই আলুভাজা খাওয়া নিয়ে মায়ের সঙ্গে বচসা হয় পল্লবীর। মেয়েকে বকেন মা। মায়ের বকুনি খেয়ে তারপরই ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় পল্লবী।
পরে ঘর থেকে পল্লবীর গলায় ফাঁস দেওয়া দেহ উদ্ধার করে বাড়ির লোক। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
আরশোলা মারতে গিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যুবক || BD News
আরশোলা মারতে গিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যুবক || BD News
আরশোলা মারতে গিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যুবক || BD News
বাড়িতে এত আরশোলা, যে কিছুতেই পেরে উঠছিলেন না। দিনের পর দিন কীটনাশক স্প্রে করেও কোনও লাভ হয়নি। প্রায় কয়েকশো আরশোলা বাড়ি জুড়ে ঘুরে বেড়াত প্রতিদিন। কী করবেন বুঝে উঠতে না পেরে শেষে একটি উপায় বের করলেন তিনি।
সিদ্ধান্ত নেন পুড়িয়েই আরশোলার বংশ ধংস করবেন তিনি। ভাবামাত্র কাজ। কীটনাশক স্প্রে করে সেটিতে আগুন ধরিয়ে দেন তিনি। আর তখনই ঘটে বিপত্তি। পুরো বাড়িতেই আগুন ধরে যায়। সেই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি।
সৌভাগ্যের বিষয় যখন এই আরশোলা নিধন যজ্ঞ চলছিল তখন বাড়িতে আর কেউ ছিলেন না। ভাগ্য জোরে বেঁচে গিয়েছেন তারা। কীটনাশক স্প্রে করার সময় যে আগুন কাছে রাখতে নেই তা পরিষ্কার লেখা থাকে। সেই সতর্কতা বানী দেখতে বোধ হয় ভুলেই গিয়েছিলেন সেই যুবক। সে কারণেই বিপত্তি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
এবার অন্তরঙ্গ অবস্থায় মিমি || Media News
এবার অন্তরঙ্গ অবস্থায় মিমি || Media News
এবার অন্তরঙ্গ অবস্থায় মিমি || Media News
কয়েকদিন আগেই রাজ-শুভশ্রীর এনগেজমেন্টের খবর ঝড় তুলেছিল। আরও একবার তেমনই ঝড় উঠবে তারা বিয়ের পিঁড়িতে বসলে। তবে তার মাঝে টলিউডের অন্যান্য তারকারাও কিন্তু খবরে। এই যেমন মিমির কথাই ধরুন। টুইটারে এমন এক ছবি পোস্ট করেছেন যে, অন্যান্য সব খবরই সেখানে ম্লান হয়ে যাচ্ছে।
এ কি মিমি? নাকি অন্য কেউ? মিমি যদি হন তাহলে কার সাথে এমন অন্তরঙ্গ অবস্থায়? নাকি কোনও ছবির প্রচারের জন্যই এমন টুইট? একসঙ্গে বহু কিছু মাথায় ঘুরপাক খাচ্ছে? বেশ কিছুক্ষণ এমনই ঘুরপাকের পর উত্তর অবশেষে পাওয়া গেল যখন অভিনেতা যশও একই ছবি টুইট করলেন।
পাওয়া গেল বাকি তথ্য। আসলে, পথিকৃৎ বসুর নতুন ছবি তু হি মেরা হিরো-তে একসঙ্গে দেখা দিতে চলেছেন দুই তারকা। আর তার আগেই বলা যেতে পারে হালকা উসকে দেওয়া হল চাপা আগুনকে। এ তো গেল মিডিয়ার ব্যাখ্যা। তবে সমালোচক মহল কিন্তু অন্য কথাই বলছে। রাজ-শুভশ্রীর পর তাহলে কি এবার এই জুটিও কোনও খবর দিতে চলেছে? এ প্রশ্নটা আপাতত প্রশ্নের পর্যায়েই না হয় থাকুক, কি বলেন!
পুলিশকে নিজের পরিচয় দিলেন ট্রেনে কাটা যাওয়ার পরেও || BBC NEWS BANGLA
পুলিশকে নিজের পরিচয় দিলেন ট্রেনে কাটা যাওয়ার পরেও || BBC NEWS BANGLA
পুলিশকে নিজের পরিচয় দিলেন ট্রেনে কাটা যাওয়ার পরেও || BBC NEWS BANGLA
পুলিশ আসতেই সেই পুলিশের হাত ধরে ফেলল ট্রেনে কাটা লাশ। সোমবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের নন্দুরবাড় স্টেশনে।
সোমবার সকালে নন্দুরবাড় স্টেশনে এক ব্যক্তি মালগাড়ির সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। ট্রেনের ধাক্কায় দুই টুকরো হয়ে যায় তার দেহ। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
জানা যায়, পুলিশ যুবকের ধড় ছুঁতেই জেগে ওঠে তার দেহটি। পুলিশকর্মীর হাত ধরে কাটা পড়া সেই ব্যক্তি নিজের নাম ও ঠিকানা বলে। এর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার।
পুলিশের দাবি, মৃত সেই ব্যক্তি জানায় তার নাম সঞ্জু। সে স্থানীয় মালিওয়াড়ার বাসিন্দা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যুবকের নাম সঞ্জয় নামদেও মরাঠে (৩০)।
শরণার্থী শিবিরে প্রেমিকার দেখা, তারপর রোহিঙ্গা জুটির বিয়ে || BD News
শরণার্থী শিবিরে প্রেমিকার দেখা, তারপর রোহিঙ্গা জুটির বিয়ে || BD News
শরণার্থী শিবিরে প্রেমিকার দেখা, তারপর রোহিঙ্গা জুটির বিয়ে || BD News
মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গা নিধন শুরু করলে তারা দু'জনই জীবন বাঁচাতে পালিয়ে আসেন বাংলাদেশে। অাশ্রয় নেন রোহিঙ্গা শরণার্থী শিবিরে। এর আগে রাখাইন রাজ্যে তারা নাগরিকত্ব না পেলেও দিন পার হচ্ছিল ভালোভাবেই। হঠাৎ করেই রোহিঙ্গা নিধনের জেরে একে অপরকে হারিয়ে ফেলেন। জানা যায়, প্রায় দুই বছর ধরে চুটিয়ে প্রেম করার পর বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন তারা।
এরপর যখন প্রেমিক মুহাম্মদ জোবায়ের ভেবেছিলেন, তার প্রেমিকাকে হয়তো আর কোনোদিনই খুঁজে পাবেন না। প্রেমিকা নূর বেগমও সেরকম ধারণাই করেছিলেন। তবে শরণার্থী শিবিরে তারা একে অপরকে খুঁজে পান। আবারো চলতে থাকে তাদের দু'জনের প্রেম। শরণার্থী জীবনেও তাই সিদ্ধান্ত নেন ঘর বাঁধার। সীমানা পেরিয়ে ক্যাম্পে এসেই ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন এই রোহিঙ্গা জুটি। প্রতিবেশি রোহিঙ্গাদের সহায়তায় করা হয় বিয়ের আয়োজন। ধুমধাম করে না পারলেও অল্পবিস্তর আয়োজন ছিল সেখানে। সাদামাটা পোশাকে আসতে দেখা যায় বরকে। তবে তা নিয়ে আক্ষেপ নেই তাদের।
তিনটি স্টেন্ট লাগিয়ে এখন সুস্থ আবুল হায়াত || News Media
তিনটি স্টেন্ট লাগিয়ে এখন সুস্থ আবুল হায়াত || News Media
তিনটি স্টেন্ট লাগিয়ে এখন সুস্থ আবুল হায়াত || News Media
প্রায় ১৫ দিন ভারত ভ্রমণ শেষে দেশে ফিরেই আকস্মিক ভাবে গুরুতর কার্ডিয়াক সমস্যায় ভুগছিলেন প্রবীণ অভিনেতা আবুল হায়াত। এরপর তিনি নিয়ে হাসপাতালে ভর্তি হন। এখন তিনি পুরোপুরি সুস্থ।
এ প্রসঙ্গে সম্প্রতি আবুল হায়াত ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
সেখানে তিনি লেখেন, ‘আল্লার কৃপায়, ডা: মোমেনুজ্জামান এবং তার কুশলী বাহিনীর সক্রিয় এবং দক্ষ কার্য পদ্ধতিতে তিন তিনটি স্টেন্ট লাগিয়ে এখন সুস্থ। ইনশাল্লাহ ১৩ মার্চ থেকে আবার পুরোদমে কাজে নেমে পড়ব। এখন যে কথাটা বলতে চাই, আমার বিপি: ১১৫-৭৫ কোলেস্টরেল ১৩০, সুগার: ৪.৬-৬.৫, হার্ট রেট ৬৮-৭০, অক্সিজেন ইনটেক প্রায় ৯৭%, তার এই অবস্থা দেখে যারা আমার কট্টর জীবনাচার অনুসরন করছিলেন, তাদের অনেকেই নাকি মুচকি হেসে অনুসরনের পথ ত্যাগ করার কথা ভাবছেন। আমি নিজেও হতাশ হয়ে বিজ্ঞ চিকিৎসককে জিজ্ঞেস করেছিলাম-আমার এত বছরের কট্টর জীবনাচারে লাভ কী হলো? ডা: হেসে বললেন, লাভ একটাই,You have survived, otherwise it could have been disastrous! এখন আমাকে অনুসরন করবেন কিনা সিদ্ধান্ত আপনার।’
এবার পুরুষ কে ধর্ষণ করল ৩ নারী || News 24
এবার পুরুষ কে ধর্ষণ করল ৩ নারী || News 24
এবার পুরুষ কে ধর্ষণ করল ৩ নারী || News 24
দক্ষিণ আফ্রিকার ৩৩ বছরের এক পুরুষকে প্রথম অপহরণ করে, তারপর তাকে ধর্ষণ করল তিন নারী। জানা গেছে, মাথায় বন্দুক ঠেকিয়ে সেই ব্যক্তিকে ধর্ষণ করা হয়। তাদের কালো এসইউভি গাড়িতে তুলে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
অভিযোগ, এক নারী গাড়ি থেকে মাথা বের করে সেই ব্যক্তির কাছ থেকে পথ নির্দেশনা চান। সেই ব্যক্তি যখন সাহায্য করছিলেন, সেই সময় বাকি দুই নারী তাকে গাড়িতে তুলে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সেই ব্যক্তিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত তিন নারী।
নির্যাতনের শিকার সেই পুরুষ জানান, তার বীর্য একটি কুলারের মধ্যে ভরে রাখে অভিযুক্তেরা। পরে তাকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। পুলিশ ধর্ষণের মামলা দায়ের করেছে। শুরু হয়েছে তদন্ত। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
গরুর শরীর আর বিড়ালের মুখ || Breaking News
গরুর শরীর আর বিড়ালের মুখ || Breaking News
গরুর শরীর আর বিড়ালের মুখ || Breaking News
একটা অদ্ভূত প্রাণী। তার শরীরটা গরুর আর মুখটা বিড়ালের মতো। এই প্রাণীটির ভিডিও শেয়ার করেছেন ইন্দোনেশিয়ার পূর্ব জাভার প্রবোলিনগোগ গ্রামের বাসিন্দারা।
আসলে এটি একটি গরুর বাছুর, বাছুরটির শরীরের বাকি অংশের বৃদ্ধি স্বাভাবিক হলেও মুখের দিকের বৃদ্ধি ঠিক মতো হয়নি। বাইরের দিকে মুখটি না বেড়ে, বেড়েছে ভেতরের দিকে। এটি একটি শারীরিক অস্বাভাবিকতা আর কিছুই নয়।
ভিডিওতে দেখা গেছে, এলাকাবাসী তাকে ঘিরে ধরেছে। কেউ কেউ নিজের মোবাইলে বাছুরটির ছবি তুলতে ব্যস্ত। তারই মধ্যে একজন একটি ফিডিং বোতলে করে বাছুরটিকে দুধ খাওয়াচ্ছেন।
স্বামীর পরকীয়া ধরে ফেলার পরও স্বামী কে ছাড়ল না বধূ|| Hot News
স্বামীর পরকীয়া ধরে ফেলার পরও স্বামী কে ছাড়ল না বধূ|| Hot News
স্বামীর পরকীয়া ধরে ফেলার পরও স্বামী কে ছাড়ল না বধূ|| Hot News
৩০ বছর আগে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের নিকোলা ও মাইকের (ছদ্মনাম) সঙ্গে আমার দেখা হয়েছিল। আমাদের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছিল। মাইক মজা করে বলতো তাদের বিয়েতে আমার উচিত তার এবং একইসঙ্গে তার হবু বধূ নিকোলার সঙ্গী হতে। ২৮ বছর বয়সে আমি বিয়ে করি। একটি দুর্ঘটনায় আমার স্বামী মারা যায়। হতাশায় ভেঙে পড়েছিলাম। মাইক আর্থিক সাহায্য করেছে, নিকোলা খাইয়ে দিয়েছে, নিদ্রাহীন রাতে সঙ্গ দিয়েছে। কয়েক বছর পর বেনের সঙ্গে দেখা হয় এবং আমরা বিয়ে করি। আমাদের দুইটি সন্তান ছিল। নিকোলা-মাইক ও তাদের তিন সন্তানকে নিয়ে আমরা একসঙ্গে বেড়াতে যেতাম।
কিন্তু এক বছর পর সবকিছু পরিবর্তন হয়ে যায়। আমি একটি কান্ট্রি হোটেলে সম্মেলনে ছিলাম। কফি পানের সময়টাতে আমি জানালা দিয়ে মাইককে গলফ কোর্সে দেখলাম। একটি খাটো, লাল চুলের মেয়ে তার পাশে ছিল, সে মাইককে জড়িয়ে ধরলো। মাইক তার সঙ্গে অন্তরঙ্গ হচ্ছিল দেখে আমি বিস্মিত হই।
সারাদিন আর কাজে মনোযোগ দিতে পারিনি এবং পরে তাকে খুঁজতে বের হই। তাকে না পেয়ে মেয়েটাকে খুঁজে বের করি। সবকিছু মেলানোর চেষ্টা করছিলাম, যত ভাবছিলাম ততই রাগ হচ্ছিল। রাতে খাবারের পর আমি মেয়েটার দরজায় কড়া নাড়ি। সে দরজা খুলে দিল। মাইককে তার বিছানায় স্বল্প পোশাকে দেখলাম। মেয়েটাকে ধাক্কা দিয়ে মাইকের সঙ্গে রাগারাগি শুরু করি। বলি যে নিকোলাকে সব বলে দিব। উত্তরে মাইক জানায়, 'এতে আমার নাক গলানোর কিছু নেই।' এটা বলে সে আমার হাত ধরে সেখান থেকে বের করে দিল। সারারাত জেগে ভেবেছি কীভাবে এসব নিকোলাকে বলবো। বেনকে ফোন করলাম। সেও বিস্মিত হল। কিন্তু এটাও বললো, 'এখানে আমাদের করার কিছু নেই।' আমি যুক্তি বললাম নিকোলার এসব জানার অধিকার আছে।
কয়েকসপ্তাহ পর নিকোলাকে কফি খাওয়ার জন্য ডাকলাম। সব বলার পর তার চোখ অশ্রুতে পরিপূর্ণ হয়ে উঠল এবং স্বীকার করল যে সেও এমনটা সন্দেহ করছিল কারণ মাইক অনেকটা সময় বাইরে বাইরে কাটাতো। নিকোলাকে প্রথমে দুঃখিত মনে হলেও পরে সে খুব রেগে গেল যখন জানল হোটেলে আমি মাইকের সঙ্গে রাগারাগি করেছি। নিকোলা জানাল, সে এ সম্পর্ক ভাঙতে চায় না। বলেই সে সোজা উঠে দাঁড়াল এবং চলে গেল। সেই বারই তার সঙ্গে শেষ কথা হয়েছে। এরপর চার মাস হয়ে গেছে, নিকোলাকে খুব মিস করি। মাইককেও। তাদের দুজনের কাছেই ক্ষমা চেয়ে বার্তা পাঠিয়েছি। কিন্তু কোনো সাড়া পাইনি। নিকোলা আমার ফোন কেটে দিয়েছে। তার সঙ্গে দেখা হলেই শুধু মাথা নাড়ায়। মনে হচ্ছে মাইকের পরিবর্তে নিকোলা আমাকেই শাস্তি দিচ্ছে। আমি খুবই বিপর্যস্ত। তবে তাকে এসব বলেছি এজন্য আমি অনুতপ্তও নই।
মমিতে মিলল বিশ্বের সবচেয়ে 'পুরনো' উল্কির খোঁজ || Breaking news
মমিতে মিলল বিশ্বের সবচেয়ে 'পুরনো' উল্কির খোঁজ || Breaking news
মমিতে মিলল বিশ্বের সবচেয়ে 'পুরনো' উল্কির খোঁজ || Breaking news
শরীরে উল্কি করা সাম্প্রতিক ফ্যাশন হলেও এটি কোনো নতুন বিষয় নয়। অনেক দেশে উল্কি সুপ্রাচীন সংস্কৃতি হিসেবে পরিচিত। আর তারই জের ধরে মমিতে বিশ্বের সবচেয়ে 'পুরনো' উল্কির খোঁজ মিলল। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকদের দাবি, এই উল্কিই সবচেয়ে পুরনো।
মিশরের শহর থেকে একশো বছর আগে উদ্ধার হওয়া 'গ্যাবেলিন উম্যান' নামে এক মমির শরীরে উল্কির খোঁজ মিলেছে। একটি লাইন এবং ইংরেজি 'এস' বর্ণের উল্কি রয়েছে মমির গায়ে। আরও একটি মমির ('গ্যাবলিন ম্যান') শরীরে দেখা গেছে, একটি ষাঁড় ও একটি ভেড়ার ছবি।
বর্তমানে লুক্সোরে ৪০ কিলোমিটার দক্ষিণে গ্যাবেলিন শহরে খ্রিস্টপূর্ব ৩,৩৫১ থেকে ৩,০১৭ সালের মধ্যে বসবাস করতেন এই ব্যক্তিরা।
এ ব্যাপারে ব্রিটিশ মিউজিয়ামের বিজ্ঞানীরা জানাচ্ছেন, নারীদের শরীরে উল্কি সাধারণত ত্যাগ, সাহস এবং জ্ঞানের প্রকাশ পায়। পাশাপাশি শক্তির পরিচয় দেয় পুরুষের শরীরের আঁকা উল্কি।
Friday, March 2, 2018
লালমনিরহাট জেলা সর্ম্পকে জানা অজানা তথ্য ও ইতিহাস || Bangla Documentary
লালমনিরহাট জেলা সর্ম্পকে জানা অজানা তথ্য ও ইতিহাস || Bangla Documentary
লালমনিরহাট জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।
এর আয়তন ১২৪০.৯৩ বর্গকিলোমিটার। জনসংখ্যা মোট ১২,৫১,৯৯৪ জন। এখানে প্রতি ঘন মিটারে ১০০০ জন মানুষের বাস। স্বাক্ষরতার হা ৬৫%।
লালমনিরহাট জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে রংপুর জেলা ও কুড়িগ্রাম জেলা, পূর্বে কুড়িগ্রাম জেলা এবং পশ্চিমে নীলফামারী জেলা অবস্থিত।
লালমনিরহাট জেলায় ৫টি উপজেলা রয়েছে; এগুলো হলোঃ
১। আদিতমারী ২। কালীগঞ্জ ৩। পাটগ্রাম ৪। লালমনিরহাট সদর এবং ৫। হাতীবান্ধা
এ জেলার নাম কেন লালমনিরহাট হলো সে সম্পর্কে বেশ কয়েকটি মত চালু আছে। সেগুলো হলো-
১। মাটির নিচে লাল পাথর দেখতে পায়। সেই থেকে এ জায়গার নাম হয়েছে লালমনি।
২। স্বীকৃতিস্বরূপ এলাকার লোকজন নামে রাখে লালমনি ।
৩। ১৭৮৩ সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমনি নামে এক মহিলা কৃষক নেতা নুরুলদিনকে সাথে নিয়ে বৃটিশ সৈন্য ও জমিদারদের
বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করে। সেই থেকে এ জায়গার নাম হয় 'লালমনি'। কালের বিবর্তনে 'হাট' শব্দটি 'লালমনি' শব্দের সাথে যুক্ত
হয়ে 'লালমনিরহাট' নামকরণ হয়েছে।
লালমনিরহাট সদর উপজেলায় বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা আছে। সেটি হচ্ছে নিদারিয়া মসজিদ।
লালমনিরহাট জেলায় ২০টি কলেজ, ৮৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১৭টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৩৪টি মা্দ্রাসা, ৭৫৪টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি
পলিটেকনিক ইনস্টিটিউট, এবং প্রায় ২০০টি কিন্ডার গার্ডেন রয়েছে। জেলার শিক্ষার হার ৬৫%।
জেলার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠিান-
১। পাটগ্রাম সরকারী কলেজ ২। আলিমুদ্দিন ডিগ্রি কলেজ ৩। হাতীবান্ধা মহিলা কলেজ ৪। বড়খাতা ডিগ্রি কলেজ ৫। লালমনিরহাট সরকারি কলেজ
৬। মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ। ৭। আদিতমারী কৃষি প্রযুক্তি ইনিস্টিটিউট, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ-জনাব মোঃ নজরুল ইসলাম মৃধা।
কৃতি ব্যক্তিত্ব:
১। শেখ ফজলল করিম (১৮৮২ বাংলা ৩০শে চৈত্র ১২৮৯ - সেপ্টেম্বর ২৮, ১৯৩৬) একজন স্বনামধন্য বাঙালি সাহিত্যিক
২। ফকির মজনু শাহ।
চিত্তাকর্ষক স্থান:
১। তিস্তা সেচ প্রকল্প ২। প্রাচীন লালমনিরহাট বিমান বন্দর ৩। বুড়িমাড়ি জিরো পয়েন্ট ৪। তিনবিঘা করিডর ৫। শীণ্ডূড়মটীর দীঘি ৬। কবি শেখ ফজলুল
করিমের বসত ভিটা ৭। তিস্তা ব্যারেজ ৮। কাকিনা জমিদার বাড়ি ৯। বোতল বাড়ি (কালীগঞ্জ- নওদাবাস) ১০। তুষভাণ্ডার জমিদার বাড়ি
স্ত্রীর উগ্র যৌন অত্যাচার থেকে মুক্তি পেতে স্বামী আদালতে || BD News
স্ত্রীর উগ্র যৌন অত্যাচার থেকে মুক্তি পেতে স্বামী আদালতে || BD News
স্ত্রী যৌনতার ক্ষেত্রে আক্রমনাত্মক, শয্যায় একগুঁয়ে এবং স্বৈরাচারী। কারণে-অকারণে স্বামীর সঙ্গে ঝগড়া করেন। গত জানুয়ারি মাসে এই অভিযোগে স্ত্রীয়ের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন এক স্বামী। ভারতের মুম্বাইয়ের এক পারিবারিক আদালতের বিচারক সব শুনে তাদের সেই বিচ্ছেদের আবেদন মঞ্জুরও করলেন।
২০১২ তাদের বিয়ের পর থেকেই প্রতিরাতে একই সমস্যা। সেই ব্যাক্তি পারিবারিক আদালতের দ্বারস্থ হয়ে আরও অভিযোগ করেন, মিলনের জন্য তার স্ত্রী তাকে বিভিন্ন যৌনশক্তি বর্ধক ওষুধ ও পানীয় খেতে বাধ্য করতেন। স্বামীর দাবি, বেসরকারি অফিসে কাজ করার জন্য প্রায়শই তাঁকে একাধিক শিফটে কাজ করতে হয়। প্রতিদিন রাতে ঘনিষ্ঠ হতে তার ইচ্ছে করত না। তখন তার স্ত্রী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন।
আদালতের কাছে শেই ব্যাক্তি আবেদন করেন, এমন স্ত্রীয়ের সঙ্গে এক ছাদের নিচে থাকা সম্ভব নয়। আদালতে যেন তাদের ডিভোর্সের আবেদন মঞ্জুর করেন। আদালত জানিয়েছে, অভিযুক্ত অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে আবেদনকারী যে সমস্ত অভিযোগ এনেছেন তাকে চ্যালেঞ্জ করা যায়নি। তাই আদালত অভিযোগকারীর আনা ডিভোর্সের আবেদন মঞ্জুর করল।
৩০ বছর ধরে বসবাস মায়ের লাশের সাথে || News 24
৩০ বছর ধরে বসবাস মায়ের লাশের সাথে || News 24
মা জীবিত আছেন ভেবে ৩০ বছর ধরে লাশের সাথে বসবাস করেছেন মেয়ে। ওই বাসা থেকে কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি ইউক্রেনের মেকোলাইভ শহরে এমন ঘটনা ঘটেছে।
ফ্ল্যাটে কিছু একটা সমস্যা হয়েছে এমন আশঙ্কা থেকে ইউক্রেনের মেকোলাইভ শহরের পুলিশের কাছ ফোন করেছিলেন প্রতিবেশীরা। পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা খোলার পর দেখতে পান মেঝেতে পড়ে আছেন ৭৭ বছর বয়সী একজন বৃদ্ধা।
আর পাশের ঘরের শায়িত অবস্থায় আছে একটি কঙ্কাল। এটির চারপাশে ধর্মীয় মূর্তি রাখা ছিল। পুরো বাড়ি ছিল আবর্জনায় ভর্তি। সাথে অনেক খবরের কাগজও রাখা ছিল। কঙ্কালটি ছিল সাদা পোশাকে মোড়ানো। এটির পায়ে ছিল নীল রঙের জুতা আর সবুজ মোজা।
বৃদ্ধা জানান, কঙ্কালটি তার মায়ের। ৩০ বছর আগে যার মৃত্যু হয়েছে।
পুলিশ যখন ওই বৃদ্ধাকে উদ্ধার করে তখন তিনি অনেক অসুস্থ ছিলেন। পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
ওই বৃদ্ধা পরে পুলিশকে জানান, তার মায়ের ৩০ বছর আগে মৃত্যু হলেও তিনি বিশ্বাস করেন এখনও বেঁচে আছেন তার মা।
প্রতিবেশীরা জানান, বয়স্ক ওই নারী একাই থাকতেন। কারও সাথে মিশতেন না। নিজের ঘরের সামনের দরজাও পুরোপুরি খুলতেন না কখনও। যা পেনশন পেতেন তা দিয়েই চলতেন। প্রতিবেশীরা কখনও কখনও দয়া করে তার দরজার সামনে খাবার রেখে যেত। কয়েক বছর আগে ওই বৃদ্ধার পা দুটি প্যারালাইসড হয়ে যায়। এরপর থেকে হুইল চেয়ারেই চলাফেরা করতেন তিনি। কিন্তু কয়েকদিন আগে সে শক্তিটুকুও হারান।
প্রতিবেশীরা কল্পনাই করেননি বৃদ্ধা এত বছর ধরে ঘরে মায়ের কঙ্কাল নিয়ে বসবাস করছেন। ইউক্রেন পুলিশ কঙ্কালটি উদ্ধার করে ফরেনসিক রিপোর্টের জন্য পাঠিয়েছে। এই নিয়ে একটি পুলিশ ফাইলও খোলা হয়েছে।
ওই বৃদ্ধাকে আপাতত হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাকে সারিয়ে তুলতে মনোবিদের সাহায্য নেয়া হবে জানিয়েছে ইউক্রেন পুলিশ। সূত্র : মিরর
১৩ বছর এর কিশোরীকে ধর্ষণ করলো ৭৬ বছর বয়সী বৃদ্ধ, কিশোরী অন্তঃসত্ত্বা || News 24
১৩ বছর এর কিশোরীকে ধর্ষণ করলো ৭৬ বছর বয়সী বৃদ্ধ, কিশোরী অন্তঃসত্ত্বা || News 24
ধর্ষণের শিকার ১৩ বছরের এক কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় ৭৬ বছর বয়সী আবদুল ওয়াহাব নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার তাকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের হাবিব নগরের আঘাপুরার। ওই বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ তিনি ২০১৭ সালের জুনের দিকে কিশোরীকে ধর্ষণ করেছেন।
পুলিশ জানিয়েছে, কিশোরীর অভিভাবকরা ইতোমধ্যেই এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন। তার পরই ওয়াহাবকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, কিশোরীর বাবা অভিযোগে উল্লেখ করেছেন, তার মেয়েকে চকলেট ও চিপসের লোভ দেখিয়ে বাসায় নিয়ে গিয়ে ২০১৭ সালের জুন মাস থেকে নভেম্বর পর্যন্ত একাধিকবার ধর্ষণ করা হয়েছে। বর্তমানে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। বর্তমানে সাত মাসের গর্ভবতী সে।
জেনে নিন দিনাজপুর জেলার জানা অজানা নানা তথ্য ও ইতিহাস || Dinajpur Bangla Documentary
জেনে নিন দিনাজপুর জেলার জানা অজানা নানা তথ্য ও ইতিহাস || Dinajpur Bangla Documentary
দিনাজপুর জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। দিনাজপুর অঞ্চল ভূতাত্ত্বিকভাবে
ইন্ডিয়ান প্লেটের অংশ যা আদি জুরাসিক যুগে সৃষ্টি হওয়া গন্ডোয়ানাল্যান্ডের অংশ ছিল। এজন্য দিনাজপুর এলাকাকে গন্ডোয়ানাল্যান্ড বলা হত।
দিনাজপুর জেলার মোট আয়তন ৩৪৩৭.৯৮ বর্গ কিলোমিটার।
দিনাজপুর জেলার উত্তরে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলা, দক্ষিণে জয়পুরহাট জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে রংপুর ও
নীলফামারী জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যর পশ্চিম দিনাজপুর (উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাদ্বয়) অবস্থিত ।
দিনাজপুর জেলার বার্ষিক সর্বোচ্চ গড় তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক বৃষ্টিপাত ২৫৩৬ মিলিমিটার।
প্রধান নদীসমূহ পূনর্ভবা, আত্রাই।
দিনাজপুর জেলার উপজেলা গুলি হল:-
১। বিরামপুর উপজেলা ২। বীরগঞ্জ উপজেলা ৩। বোচাগঞ্জ উপজেলা ৪। ফুলবাড়ী উপজেলা ৫। চিরিরবন্দর উপজেলা ৬। ঘোড়াঘাট উপজেলা
৭। হাকিমপুর উপজেলা ৮। কাহারোল উপজেলা ৯। খানসামা উপজেলা ১০। দিনাজপুর সদর উপজেলা ১১। নবাবগঞ্জ উপজেলা
১২। পার্বতীপুর উপজেলা ১৩। বিরল উপজেলা
জনশ্রুতি আছে জনৈক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তার নামানুসারেই রাজবাড়ীতে অবস্থিত মৌজার নাম হয়
দিনাজপুর। পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করে নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে জেলার নামকরণ করে দিনাজপুর।
১৭৬৫ সালে দেওয়ানি গ্রহণের ফলে দিনাজপুর জেলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণভুক্ত হয়। সেই সময় লক্ষনৌতী, বাজিন্নাতাবাদ, তেজপুর, পানজারা,
ঘোড়াঘাট, বারবকাবাদ ও বাজুহা, এই ছয়টি সরকারের অংশ নিয়ে দিনাজপুর জেলা গঠিত হয়। ১৭৮৬ সালে দিনাজপুর জেলা হিসেবে ঘোষিত হয়।
দিনাজপুর সদরে জেলা সদর গঠিত হয়।
দিনাজপুর একসময়ে একটি নামকরা জনপদ পুন্দ্রবর্ধনের অংশ ছিল। লাখনাউটির রাজধানি দেভকটের অবস্থান ছিল এর ১১ মাইল দক্ষিণে। ততকালীন
ইংরেজ শাসকদের “The British Administrative Control” এখানে ১৭৮৬ সনে গঠিত হয়। ১৯৪৭ সালে বঙ্গভঙ্গের সময়ে
দিনাজপুরের একটি বড় অংশপশ্চিমবঙ্গে চলে যায় এবং তার নাম হয় পশ্চিম দিনাজপুর জেলা। দিনাজপুর জেলার জনগনেরা তেভাগা আন্দোলনে অংশগ্রহন করে এবং
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
দিনাজপুর একটি কৃষি সমৃদ্ধ জেলা। সেজন্য দিনাজপুর জেলাতে যেসব শিল্প কারখানা গড়ে উঠেছে তার অধিকাংশই কৃষি ভিত্তিক। দিনাজপুর জেলায় বড় শিল্প ও
কারাখানার মধ্যে সেতাবগঞ্জ সুগার মিলস লিঃ এবং দিনাজপুর টেক্সটাইল মিলস লিঃ অন্যতম। কৃষিই দিনাজপুর জেলার অর্থনৈতিক কর্মকান্ডের চালিকা শক্তি।
কাটারী ভোগ, কালাজিরা চাল, চিড়া, আম ও লিচুর জন্য এই জেলা বিশেষভাবে পরিচিত। এছাড়াও ধানচাষ নির্ভর এই জেলা দেশের সিংহভাগ চালের যোগান দেয়।
এজন্য দিনাজপুরকে দেশের শষ্য ভান্ডার বলা হয়। ধান এই জেলার প্রধান কৃষি পণ্য হওয়ায় এই জেলায় শিল্প ও কলকারখানা বলতে প্রায় ২০০০ এর মত চাল কল
আছে যার মধ্যে প্রায় ১০০ টির মত অটোমেটিক ও সেমি-অটোমেটিক চাল কল, বাকী সবগুলো চাতাল নির্ভর (হাস্কিং) চাল কল।
Thursday, March 1, 2018
ভাই এর ধর্ষণের ভিডিও করলো বোন || Hot videos
ভাই এর ধর্ষণের ভিডিও করলো বোন || Hot videos
হোটেলে ডেকে নিয়ে ১৬ বছরের এক তরুণীকে ধর্ষণ করল এক যুবক। বিস্ময়ের বিষয় হলো সেই ঘটনার দৃশ্য ভিডিও করেছে ধর্ষকেরই এক বোন। শুধু তাই নয়, হোটেলে ডেকে আনার ক্ষেত্রেও যথেষ্ট ভূমিকা ছিল তার। সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে ভারতে উত্তরপ্রদেশ রাজ্যের মুজফফরনগরে।
নির্যাতিতার দাবি, তাকে একটি বাড়িতে নিয়ে গিয়েছিল ধর্ষণকারীর সেই বোন। সেখানে তাকে ধর্ষণ করা হয়। এমনকি ঘটনাটি কাউকে জানালে পরিণতি খারাপ হবে বলেও যুবকটি তাকে হুঁশিয়ারি দেয় বলে পুলিশকে জানিয়েছে ওই তরুণী।
এবিপি আনন্দের খবর, মেহতাব নামের এক যুবক বিয়ের জন্য বেশ কিছুদিন ধরেই মেয়েটিকে চাপ দিচ্ছিল। গত ৭ ফেব্রুয়ারি মেহতাব ও তার বোনসহ আরও দুইজন তাকে এলাকার একটি হোটেলে ডেকে নেয়। সেখানে যাওয়ার পর মেয়েটিকে ঘুমের ওষুধ মেশানো ঠাণ্ডা পানীয় খেতে দেওয়া হয়। মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলার পর তাকে মেহতাব ধর্ষণ করে, আর বাকিরা ছবি তুলে রাখে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা মেয়েটিকে ধর্ম বদলে মেহতাবের জন্য বিয়েতে রাজি হওয়ার কথা বলেছে। অন্যথায় তার ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয় মেয়েটিকে।
পিটিয়ে হত্যার আগে সেলফি || BD News
পিটিয়ে হত্যার আগে সেলফি || BD News
চুরির অভিযোগে এনে একজনকে পেটানো হচ্ছে। আর তার পাশে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন কয়েকজন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এরপর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই মারা যান তিনি। নিহতের নাম মধু। ভারতের কেরালা রাজ্যের পালাক্কাড জেলায় এ ঘটনা ঘটেছে।
নিহত মধু পালাক্কাডের বাসিন্দা। এদিকে এ ঘটনার একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাত বাঁধা মধুকে পেটানো হচ্ছে। পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছেন কয়েকজন। এসময় তাদের কেউ কেউ সেলফি তুলছেন।
পুলিশ কর্মকর্তা প্রতীশ কুমার বলছেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে আহত মধুকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশে রওনা হই। তবে কোনো চিকিৎসা দেয়ার আগেই তার মৃত্যু হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।
দেড় বছর ধরে ধর্ষণ পাতানো বোনকে || Hot News Video
দেড় বছর ধরে ধর্ষণ পাতানো বোনকে || Hot News Video
‘অনাথ’ কিশোরীকে বোন পাতিয়ে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে৷ভারতের পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার গাঙ্গুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ৷এদিকে ওই কিশোরীকে মেডিক্যাল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে৷
পুলিশ জানিয়েছে, আটক যুবকের নাম রামচন্দ্র দাস (৩৫)৷ গ্রামেরই এক কিশোরীর বাবা মারা যাওয়ার পর মা-ও তাকে ছেড়ে চলে যায়৷ ওই কিশোরীকে সে বোন পাতিয়ে নিজের কাছে আশ্রয় দিয়েছিল৷ রামচন্দ্র কীর্তন গেয়ে দিনযাপন করে৷ ওই কিশোরীকেও সে কীর্তনের আসরে নিয়ে যেত এবং গান গাওয়াতো৷
কিশোরীর অভিযোগ, প্রথমে ভালো ব্যবহার করলেও শেষ দেড় বছর ধরে নিয়মিত তাঁকে ধর্ষণ করত রামচন্দ্র৷ কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়৷ এমনকী কীর্তনের আসর ছাড়া অন্য সময় তাকে বাড়ির বাইরেও বেড়াতে যেতে দেওয়া হত না৷
এদিকে দিনের পর দিন অত্যাচারের মাত্রা বাড়তে থাকায় কিশোরীটি অতিষ্ঠ হয়ে ওঠে৷ ভয় কাটিয়ে সোমবার গ্রামবাসীদের সে পুরো ঘটনা জানায়৷ এরপরই লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে আটক করে৷ দেড় বছর ধরে টানা ধর্ষণের শিকার হয়েও কিশোরীটি কেন এতদিন তা সামনে আনেনি, এই বিষয়টিও অবশ্য খতিয়ে দেখছে পুলিশ৷
এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘টানা দেড় বছর তো কারও ইচ্ছের বিরুদ্ধে ধারাবাহিক ধর্ষণ করা যায় না৷ নিশ্চয় দু’পক্ষেরই সম্মতি ছিল৷ হতে পারে, ধোঁকা খেয়েই এতদিন পর ওই কিশোরী মুখ খুলল৷ তদন্তে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে৷’ এদিকে অভিযুক্তকে জেরা করেও এবিষয়ে তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা৷
সাবেক প্রেমিকের সঙ্গে ছবি ফেসবুকে, ফেঁসেগেল সদ্যবিবাহিতা নারী || News 24
সাবেক প্রেমিকের সঙ্গে ছবি ফেসবুকে, ফেঁসেগেল সদ্যবিবাহিতা নারী || News 24
সাবেক প্রেমিকের কাছ থেকে মাঝে মধ্যে হুমকি আসত। কিন্তু তাতে বিশেষ পাত্তা দিতেন না সেই নারী। একদিন ফেসবুক এসেই হতবাক তিনি। সাবেক প্রেমিক যে এভাবে বিচ্ছেদের বদলা নেবেন, তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় এক নারীর অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগে ভারতের বেঙ্গালুরু থেকে বছর ৩৫ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, অভিযুক্ত সেই ব্যক্তি প্রথমে ফেসবুকে একটি ফেক প্রোফাইল তৈরি করে। তারপর সেই প্রোফাইল থেকে এক নারীর আপত্তিকর অবস্থার বেশ কিছু ছবি পোস্ট করেন। এরপরেই সেই নারী ও তাঁর স্বামী পুলিশের দ্বারস্থ হন।
জানা যায়, সেই নারীর সঙ্গে আগে প্রেম ছিল অভিযুক্ত ব্যক্তির। পুলিশ সূত্রে খবর, কোনও কারণে তাদের মধ্যে সম্পর্ক ছেদ হয়ে যায়। পরে সেই নারী মুম্বাইতে চলে এসে এক ব্যক্তিকে বিয়ে করেন। এর পরেই সেই নারীকে বিপাকে ফেলতে নতুন ফন্দি আঁটে তার প্রাক্তন প্রেমিক।
আপাতত হাজতে ঠাঁই হয়েছে সাবেক প্রেমিকের। তবে বদলা নিতে সাবেক প্রেমিক যে এমন কাণ্ড করবেন, তা ভেবেই অবাক হয়ে যাচ্ছেন সেই নারী।
Subscribe to:
Posts (Atom)
বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018
বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018 বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018 সময়টা ১৯৭৫। মানুষটার নাম খ...
-
সৌদি তরুণদের বিপজ্জনক শখ || News India সৌদি তরুণদের বিপজ্জনক শখ || News India খেলার নাম 'সাইডওয়াল স্কিয়িং'। যা বিপজ্জনক শখও বটে। এ...
-
বোনের নীরাবতায় শ্রীদেবীর মৃত্যু রহস্যে নতুন মোড় || BBC News বোনের নীরাবতায় শ্রীদেবীর মৃত্যু রহস্যে নতুন মোড় || BBC News শ্রীদেবীর মৃত্...